স্ট্রিম প্রতিবেদক

সীমানাসংক্রান্ত আইনি জটিলতা নিরসন করে পাবনা-১ ও পাবনা-২ আসনে আগামী ১২ ফেব্রুয়ারিই নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি) যে গেজেট প্রকাশ করেছিল, তার আলোকেই এই নির্বাচন অনুষ্ঠানের আদেশ দেওয়া হয়েছে।
সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে সাথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন হিসেবে গণ্য হবে। এর মধ্য দিয়ে এই দুই আসনের সীমানা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় এবং ইসির নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত বাতিল হয়ে গেল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। পাবনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের করা লিভ টু আপিল মঞ্জুর করে আদালত এ রায় দেন।
আদালতের আদেশের আইনি ব্যাখ্যা দিয়ে আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী বলেন, আপিল বিভাগ আমাদের লিভ টু আপিল মঞ্জুর করেছেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। প্রথমত, সীমানা নিয়ে গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। দ্বিতীয়ত, হাইকোর্টের রায় বাস্তবায়নে গত ২৪ ডিসেম্বর ইসি যে গেজেট জারি করেছিল, সেটিও স্থগিত করা হয়েছে। তৃতীয়ত, গত ৬ জানুয়ারি ইসি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে যে আদেশ দিয়েছিল, সেটিও বাতিল করা হয়েছে।’
ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী আরও বলেন, আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এই দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং তা হবে নির্বাচন কমিশনের ৪ সেপ্টেম্বর ২০২৫ সালের চূড়ান্ত গেজেট অনুযায়ী। অর্থাৎ ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনে এখন আর কোনো আইনগত বাধা নেই, বরং এটি ইসির জন্য বাধ্যতামূলক।
শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আবেদনকারী ও জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী। অন্যদিকে বিএনপির প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণ করে একটি চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এতে সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলাকে পাবনা-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়।
এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হলে গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে ৪ সেপ্টেম্বরের গেজেটের ওই অংশটুকু আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয় এবং আগের সীমানা পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়। আগের সীমানায় বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা পাবনা-১ আসনের অন্তর্ভুক্ত ছিল।
হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর ইসি সীমানা পরিবর্তন করে নতুন গেজেট প্রকাশ করে। তবে ৫ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত ওই গেজেট স্থগিত করেন। উদ্ভূত পরিস্থিতিতে গত ৬ জানুয়ারি নির্বাচন কমিশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করে।
এই স্থগিতাদেশের বিরুদ্ধে এবং যথাসময়ে নির্বাচনের নির্দেশনা চেয়ে গত ১৩ জানুয়ারি আপিল বিভাগে আবেদন করেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। বুধবার (১৪ জানুয়ারি) লিভ টু আপিলের শুনানির দিন ধার্য করা হয় এবং বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ চূড়ান্ত আদেশ দেন।
আপিল বিভাগের এই আদেশের ফলে ৪ সেপ্টেম্বরের গেজেটই বহাল রইল এবং ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের পথ সুগম হলো।

সীমানাসংক্রান্ত আইনি জটিলতা নিরসন করে পাবনা-১ ও পাবনা-২ আসনে আগামী ১২ ফেব্রুয়ারিই নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি) যে গেজেট প্রকাশ করেছিল, তার আলোকেই এই নির্বাচন অনুষ্ঠানের আদেশ দেওয়া হয়েছে।
সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে সাথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন হিসেবে গণ্য হবে। এর মধ্য দিয়ে এই দুই আসনের সীমানা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় এবং ইসির নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত বাতিল হয়ে গেল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। পাবনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের করা লিভ টু আপিল মঞ্জুর করে আদালত এ রায় দেন।
আদালতের আদেশের আইনি ব্যাখ্যা দিয়ে আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী বলেন, আপিল বিভাগ আমাদের লিভ টু আপিল মঞ্জুর করেছেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। প্রথমত, সীমানা নিয়ে গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। দ্বিতীয়ত, হাইকোর্টের রায় বাস্তবায়নে গত ২৪ ডিসেম্বর ইসি যে গেজেট জারি করেছিল, সেটিও স্থগিত করা হয়েছে। তৃতীয়ত, গত ৬ জানুয়ারি ইসি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে যে আদেশ দিয়েছিল, সেটিও বাতিল করা হয়েছে।’
ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী আরও বলেন, আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এই দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং তা হবে নির্বাচন কমিশনের ৪ সেপ্টেম্বর ২০২৫ সালের চূড়ান্ত গেজেট অনুযায়ী। অর্থাৎ ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনে এখন আর কোনো আইনগত বাধা নেই, বরং এটি ইসির জন্য বাধ্যতামূলক।
শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আবেদনকারী ও জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী। অন্যদিকে বিএনপির প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণ করে একটি চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এতে সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলাকে পাবনা-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়।
এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হলে গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে ৪ সেপ্টেম্বরের গেজেটের ওই অংশটুকু আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয় এবং আগের সীমানা পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়। আগের সীমানায় বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা পাবনা-১ আসনের অন্তর্ভুক্ত ছিল।
হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর ইসি সীমানা পরিবর্তন করে নতুন গেজেট প্রকাশ করে। তবে ৫ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত ওই গেজেট স্থগিত করেন। উদ্ভূত পরিস্থিতিতে গত ৬ জানুয়ারি নির্বাচন কমিশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করে।
এই স্থগিতাদেশের বিরুদ্ধে এবং যথাসময়ে নির্বাচনের নির্দেশনা চেয়ে গত ১৩ জানুয়ারি আপিল বিভাগে আবেদন করেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। বুধবার (১৪ জানুয়ারি) লিভ টু আপিলের শুনানির দিন ধার্য করা হয় এবং বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ চূড়ান্ত আদেশ দেন।
আপিল বিভাগের এই আদেশের ফলে ৪ সেপ্টেম্বরের গেজেটই বহাল রইল এবং ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের পথ সুগম হলো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে ৬০ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০৪টি আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) এ রায় দেয়।
৫ মিনিট আগে
১৯৯০ সালের টাস্কফোর্সের অন্যতম সদস্য ছিলেন বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অথচ তিনি সেই টাস্কফোর্সের কোনো সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেননি বলে সমালোচনা করেছেন অ্যাডভোকেট সুলতানা কামাল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের এই সদস্য এ মন্তব্য করেন।
৯ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানে মুগ্ধসহ আন্দোলনকারীদের হত্যা ও লাশ গুমের ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৩৮ মিনিট আগে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর এবং অন্তত দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে