স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি দায়মুক্তি, গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি, অভ্যুত্থানে সহায়তাকারী সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সুরক্ষাসহ তিন দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক রিফাত রশীদ। তিনি জুলাইয়ে আন্দোলন চলাকালীন সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি দিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারির জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।
সরকারের উদ্দেশে রিফাত রশীদ বলেন, ‘জুলাই বিপ্লবের অর্জন ধরে রাখতে এবং বিপ্লবীদের সুরক্ষা নিশ্চিত করতে দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলো হলো–
১. নিঃশর্ত মুক্তি ও শাস্তিমূলক ব্যবস্থা: মাহাদী, সুরভীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি ওমর ফারুকসহ যেসব পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা তাদের হেনস্তায় জড়িত, তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. দায়মুক্তি অধ্যাদেশ: জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরিচালিত সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি প্রদান করতে হবে। এ লক্ষ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে।
৩. কর্মকর্তাদের স্বীকৃতি ও সুরক্ষা: জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ, বিমানবাহিনীসহ সামরিক, আধা-সামরিক ও বেসামরিক প্রশাসনের সব কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে। তাদের যথাযথ সম্মাননা, স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে কর্মক্ষেত্রে তাদের হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে। এছাড়া, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রোষানলে পড়ে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত অফিসারদের দ্রুত পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদগুলোতে পদায়ন করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি দায়মুক্তি, গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি, অভ্যুত্থানে সহায়তাকারী সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সুরক্ষাসহ তিন দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক রিফাত রশীদ। তিনি জুলাইয়ে আন্দোলন চলাকালীন সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি দিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারির জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।
সরকারের উদ্দেশে রিফাত রশীদ বলেন, ‘জুলাই বিপ্লবের অর্জন ধরে রাখতে এবং বিপ্লবীদের সুরক্ষা নিশ্চিত করতে দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলো হলো–
১. নিঃশর্ত মুক্তি ও শাস্তিমূলক ব্যবস্থা: মাহাদী, সুরভীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি ওমর ফারুকসহ যেসব পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা তাদের হেনস্তায় জড়িত, তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. দায়মুক্তি অধ্যাদেশ: জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরিচালিত সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি প্রদান করতে হবে। এ লক্ষ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে।
৩. কর্মকর্তাদের স্বীকৃতি ও সুরক্ষা: জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ, বিমানবাহিনীসহ সামরিক, আধা-সামরিক ও বেসামরিক প্রশাসনের সব কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে। তাদের যথাযথ সম্মাননা, স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে কর্মক্ষেত্রে তাদের হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে। এছাড়া, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রোষানলে পড়ে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত অফিসারদের দ্রুত পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদগুলোতে পদায়ন করতে হবে।

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের একদিন পার হতে চললেও এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুই ঘাতককে দেখা গেলেও তাদের পরিচয় নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
৩০ মিনিট আগে
২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধে রপ্তানি খাতে প্রণোদনা ও নগদ সহায়তার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত বিভিন্ন খাতে বিদ্যমান রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা আগের মতোই বহাল থাকবে।
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত নেতার অনুপস্থিতিতেই বিচারকাজ এগিয়ে নিতে তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১ ঘণ্টা আগে
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা থেকে সরে এসেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
১ ঘণ্টা আগে