leadT1ad

ঝালকাঠি-১ আসনে লেবার পার্টির চেয়ারম্যান ইরানের মনোনয়ন বৈধ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৮
আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি: সংগৃহীত

ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে এ রায় দেওয়া হয়।

মনোনয়ন ফিরে পেয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে ডা. ইরান সাংবাদিকদের বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। রাজাপুর-কাঁঠালিয়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আনারস মার্কায় ভোট চাই।’

নির্বাচিত হলে নিরাপদ জনপদ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে লেবার পার্টির এই নেতা বলেন, কোনো অন্যায় কাজে সহযোগিতা করা হবে না। ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে তিনি ভূমিকা রাখবেন।

এর আগে গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। ঝালকাঠির জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন জানিয়েছিলেন, মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর ছিল না।

রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন ডা. ইরান। সেই আপিলের শুনানি শেষেই আজ তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হলো।

Ad 300x250

সম্পর্কিত