leadT1ad

শ্যামপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৯: ৫৭
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তাজওয়ার রহমান অর্ক (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ড্যাফোডিল পলিটেকনিক ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাতটার দিকে শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকায় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী মারা যান।

নিহত শিক্ষার্থীর বাড়ি পটুয়াখালীর সদর উপজেলায়। থাকতেন ঢাকায় পূর্ব রামপুরায়। বাবার নাম গাজী হাফিজুর রহমান।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আজিজুল হক সন্ধায় স্ট্রিমকে জানান, ‘ঘটনাস্থলে আমরা নিহতের অচেতন দেহ ও পন্য ভর্তি ট্রাকটি পেয়েছি। চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের পর বিকালের দিকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এসআই আরও জানিয়েছেন, পটুয়াখালীতে দাফন করার পর পরিবারের সদস্যরা থানায় এসে মামলা করবেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত