স্ট্রিম প্রতিবেদক

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনে নির্বাচন কমিশনে ১৩৬ আসনে মোট ১৭৪টি আপিল আবেদন জমা পড়েছে। এতে প্রথম চার দিনে মোট আপিলের সংখ্যা দাঁডিয়েছে ৪৬৯টি। এর আগে প্রথম তিন দিনে জমা পড়ে ২৯৫টি আবেদন—এর মধ্যে বুধবার ১৩১টি, মঙ্গলবার ১২২টি এবং প্রথম দিন সোমবার ৪১টি।
রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়েরের চতুর্থ দিনে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ছিল উল্লেখযোগ্য ভিড়।
বৃহস্পতিবার দিনের প্রথম ভাগে, বেলা ২টা পর্যন্ত ৬২টি আপিল জমা পড়ে। সময় শেষ হওয়ার আগে তা বেড়ে ১৭৪টিতে পৌঁছায়। এর মধ্যে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১০টি। এ নিয়ে গ্রহণের বিরুদ্ধে করা আপিলের সংখ্যা দাঁড়ালো ১১।
বৃহস্পতিবার বিকেলে বরিশাল অঞ্চল বুথের সামনে কথা হয় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সঙ্গে। ৩ জানুয়ারি ঝালকাঠি-১ আসনে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে তিনি আজ নির্বাচন ভবনে আসেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘সামান্য দাপ্তরিক সমস্যার কারণে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অথচ যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা চাইলে বিষয়টি শুনে সমাধান করতে পারতেন।’
ডা. মোস্তাফিজুর রহমান ইরান আরও বলেন, তাঁর প্রস্তাবক ও সমর্থক—উভয়েই ঢাকায় বাস করেন। ২৯ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের ওসমান হাদির মৃত্যুতে সৃষ্ট অবরোধের কারণে তারা বিকেল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে পারেননি। সাড়ে ৫টায় পৌঁছালেও সেদিন তাদের স্বাক্ষর করতে দেওয়া হয়নি। ফলে প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর ছাড়াই তাকে মনোনয়নপত্র জমা দিতে হয়—যা যাচাই-বাছাইয়ের দিনেই সমাধান করা সম্ভব ছিল। ঢাকাসহ অনেক জেলায় এমন সুযোগ দিতে দেখা গেছে বলে তিনি জানান।
কথা হয় ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার সঙ্গে। ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার কন্যা অন্তরা বলেন, ‘যাচাই-বাছাইয়ের দিন পর্যন্ত আমি জানতামই না যে আমি ঋণখেলাপি।’
অন্তরা আরও বলেন, তাঁর বাবা বাড়ি নির্মাণের সময় অনেক আগে আইএফআইসি ব্যাংক থেকে একটি ছোট অঙ্কের ঋণ নিয়েছিলেন। সেই ঋণসংক্রান্ত বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে।
আইএফআইসি ব্যাংক তাঁকে ঋণখেলাপি প্রমাণে কোনো প্রাসঙ্গিক কাগজপত্র দেখাতে পারেনি অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা জানিই না ঋণের বর্তমান অবস্থা কী, কত টাকা বাকি। বাবার মৃত্যুর পর এখনো সাকসেশন সার্টিফিকেট করিনি। আমি ওই ঋণের কোনো গ্যারান্টরও নই। ফলে কোনোভাবেই বাবার ঋণের কারণে আমাকে ঋণখেলাপি বলা যায় না।’
এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীসহ অন্তত ১০ জনের সঙ্গে কথা বলেছে স্ট্রিম। তাদের প্রত্যেকের বক্তব্য, রিটার্নিং কর্মকর্তারা যদি ন্যূনতম মানবিক আচরণ ও সামান্য নমনীয়তা দেখিয়ে যাচাই-বাছাই করতেন, তাহলে তাদের প্রার্থিতা বহাল থাকত। তারা আশা করছেন, আইনগতভাবে নির্বাচন কমিশন তাঁদের প্রার্থিতা ফিরিয়ে দিতে বাধ্য হবেন।
এক স্বতন্ত্র প্রার্থী জানান, তার ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা দাবি করেছেন যাচাইয়ের জন্য নির্বাচিত ১০ জন সমর্থকের কাউকেই খুঁজে পাওয়া যায়নি, যা সঠিক নয়। উল্লেখ্য, বিধিমালা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর দেওয়া মোট ভোটারের ১ শতাংশ সমর্থকের মধ্য থেকে বাছাইকৃত ১০ জনের সমর্থন যাচাই করা হয়। তাঁদের মধ্যে কাউকেও পাওয়া না গেলে প্রার্থিতা বাতিল হওয়ার বিধান রয়েছে।
এর আগে ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০ সংসদীয় আসনে জমা দেওয়া মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন।
তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ চলবে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনে নির্বাচন কমিশনে ১৩৬ আসনে মোট ১৭৪টি আপিল আবেদন জমা পড়েছে। এতে প্রথম চার দিনে মোট আপিলের সংখ্যা দাঁডিয়েছে ৪৬৯টি। এর আগে প্রথম তিন দিনে জমা পড়ে ২৯৫টি আবেদন—এর মধ্যে বুধবার ১৩১টি, মঙ্গলবার ১২২টি এবং প্রথম দিন সোমবার ৪১টি।
রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়েরের চতুর্থ দিনে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ছিল উল্লেখযোগ্য ভিড়।
বৃহস্পতিবার দিনের প্রথম ভাগে, বেলা ২টা পর্যন্ত ৬২টি আপিল জমা পড়ে। সময় শেষ হওয়ার আগে তা বেড়ে ১৭৪টিতে পৌঁছায়। এর মধ্যে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১০টি। এ নিয়ে গ্রহণের বিরুদ্ধে করা আপিলের সংখ্যা দাঁড়ালো ১১।
বৃহস্পতিবার বিকেলে বরিশাল অঞ্চল বুথের সামনে কথা হয় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সঙ্গে। ৩ জানুয়ারি ঝালকাঠি-১ আসনে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে তিনি আজ নির্বাচন ভবনে আসেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘সামান্য দাপ্তরিক সমস্যার কারণে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অথচ যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা চাইলে বিষয়টি শুনে সমাধান করতে পারতেন।’
ডা. মোস্তাফিজুর রহমান ইরান আরও বলেন, তাঁর প্রস্তাবক ও সমর্থক—উভয়েই ঢাকায় বাস করেন। ২৯ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের ওসমান হাদির মৃত্যুতে সৃষ্ট অবরোধের কারণে তারা বিকেল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে পারেননি। সাড়ে ৫টায় পৌঁছালেও সেদিন তাদের স্বাক্ষর করতে দেওয়া হয়নি। ফলে প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর ছাড়াই তাকে মনোনয়নপত্র জমা দিতে হয়—যা যাচাই-বাছাইয়ের দিনেই সমাধান করা সম্ভব ছিল। ঢাকাসহ অনেক জেলায় এমন সুযোগ দিতে দেখা গেছে বলে তিনি জানান।
কথা হয় ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার সঙ্গে। ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার কন্যা অন্তরা বলেন, ‘যাচাই-বাছাইয়ের দিন পর্যন্ত আমি জানতামই না যে আমি ঋণখেলাপি।’
অন্তরা আরও বলেন, তাঁর বাবা বাড়ি নির্মাণের সময় অনেক আগে আইএফআইসি ব্যাংক থেকে একটি ছোট অঙ্কের ঋণ নিয়েছিলেন। সেই ঋণসংক্রান্ত বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে।
আইএফআইসি ব্যাংক তাঁকে ঋণখেলাপি প্রমাণে কোনো প্রাসঙ্গিক কাগজপত্র দেখাতে পারেনি অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা জানিই না ঋণের বর্তমান অবস্থা কী, কত টাকা বাকি। বাবার মৃত্যুর পর এখনো সাকসেশন সার্টিফিকেট করিনি। আমি ওই ঋণের কোনো গ্যারান্টরও নই। ফলে কোনোভাবেই বাবার ঋণের কারণে আমাকে ঋণখেলাপি বলা যায় না।’
এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীসহ অন্তত ১০ জনের সঙ্গে কথা বলেছে স্ট্রিম। তাদের প্রত্যেকের বক্তব্য, রিটার্নিং কর্মকর্তারা যদি ন্যূনতম মানবিক আচরণ ও সামান্য নমনীয়তা দেখিয়ে যাচাই-বাছাই করতেন, তাহলে তাদের প্রার্থিতা বহাল থাকত। তারা আশা করছেন, আইনগতভাবে নির্বাচন কমিশন তাঁদের প্রার্থিতা ফিরিয়ে দিতে বাধ্য হবেন।
এক স্বতন্ত্র প্রার্থী জানান, তার ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা দাবি করেছেন যাচাইয়ের জন্য নির্বাচিত ১০ জন সমর্থকের কাউকেই খুঁজে পাওয়া যায়নি, যা সঠিক নয়। উল্লেখ্য, বিধিমালা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর দেওয়া মোট ভোটারের ১ শতাংশ সমর্থকের মধ্য থেকে বাছাইকৃত ১০ জনের সমর্থন যাচাই করা হয়। তাঁদের মধ্যে কাউকেও পাওয়া না গেলে প্রার্থিতা বাতিল হওয়ার বিধান রয়েছে।
এর আগে ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০ সংসদীয় আসনে জমা দেওয়া মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন।
তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ চলবে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় হাত বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।
৮ মিনিট আগে
শিল্প এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ছাতক সিমেন্ট কোম্পানির বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে।
৩১ মিনিট আগে
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। পরে সমালোচনার মুখে গতকাল রাতে সেই পোস্ট সরিয়ে নেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান এবং নৌপ্রধানের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে