স্ট্রিম প্রতিবেদক

২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী এলাকায় আব্দুল কাইয়ূম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহ এ আদেশ দেন।
গতকাল খায়রুল হককে ঢাকার মুখ্য মহানগর আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খায়রুল হককে কারাগারে আটক রাখার আবেদন করেন। খায়রুল হকের পক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়ীর কাজলা পুলিশ বক্সের সামনে আব্দুল কাইয়ূম আহাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। যাত্রাবাড়ী থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান তাঁর দুই পায়ে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই প্রাণ হারান আহাদ। নিহত আহাদের বাবা আলাউদ্দিন ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪৬৭ জনকে নামীয় ও ১ থেকে ২ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এর আগে গতকাল সকালে রাজধানীর ধানমন্ডির নিজের বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বেআইনি রায় প্রদান, জাল রায় তৈরি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী এলাকায় আব্দুল কাইয়ূম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহ এ আদেশ দেন।
গতকাল খায়রুল হককে ঢাকার মুখ্য মহানগর আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খায়রুল হককে কারাগারে আটক রাখার আবেদন করেন। খায়রুল হকের পক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়ীর কাজলা পুলিশ বক্সের সামনে আব্দুল কাইয়ূম আহাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। যাত্রাবাড়ী থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান তাঁর দুই পায়ে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই প্রাণ হারান আহাদ। নিহত আহাদের বাবা আলাউদ্দিন ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪৬৭ জনকে নামীয় ও ১ থেকে ২ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এর আগে গতকাল সকালে রাজধানীর ধানমন্ডির নিজের বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বেআইনি রায় প্রদান, জাল রায় তৈরি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে 'চুদলিং পং' কমেন্ট করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্যে অন্যান্য আয়োজনের পাশাপাশি এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
বাবা বাসা থেকে বের হন সকাল ৭টায়। আর ৭টা ১৫ মিনিটে বোরকা পরে বাসায় ঢুকে চারদিন আগে কাজ নেওয়া আয়েশা নাম বলা ছুটা গৃহকর্মী। ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস আর মুখে মাস্ক পরে বাসা থেকে বের হয় এক নারী।
৫ ঘণ্টা আগে