leadT1ad

আপিল শুনানিতে পক্ষপাত করিনি: সিইসি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা চাই সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। আপনারা সহযোগিতা না করলে তা সম্ভব হবে না।’

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে টানা নয় দিনের শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি জানান, সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচনের স্বার্থে স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। তিনি বলেন, কমিশন বা তাঁর টিমের পক্ষ থেকে কোনো পক্ষপাতমূলক রায় দেওয়া হয়নি।

শুনানিতে প্রার্থীদের যুক্তিতর্ক উপস্থাপনের প্রশংসা করে তিনি একে আলেমদের ‘বাহাস’-এর সঙ্গে তুলনা করেন। ভবিষ্যতে সবার সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আইন অনুমতি দেওয়ায় আমরা ঋণখেলাপিদের ছাড় দিয়েছি। তবে মনে কষ্ট নিয়ে দিয়েছি।’

Ad 300x250

সম্পর্কিত