leadT1ad

সাম্প্রদায়িক উসকানিতে ‘ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের’ ইন্ধনের অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৪: ২৭
সাংবাদিকদের ব্রিফ করছেন পররাষ্ট্র উপদেষ্টা। সংগৃহীত ছবি

‘ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা’ ও ‘শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত’-এর পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদদের অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারায় ‘ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের’ ইন্ধন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ‘পার্শ্ববর্তী একটি দেশে দুর্গাপূজার প্রতিমা তৈরির সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপনের সংবাদ পাওয়া গেছে, তার সঙ্গে অসুরের মুখে দাড়ি দেওয়ার মধ্যে যোগসূত্র দেখা গেছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা, গোয়েন্দা সংস্থাগুলোর কড়া নজরদারি, পূজামণ্ডপ কমিটির সহযোগিতায় আমরা কুচক্রীদের ষড়যন্ত্র নস্যাৎ করতে পেরেছি।’

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘খাগড়াছড়িতে যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকালাম কাণ্ড হয়েছে, মেডিকেল প্রতিবেদনে সেই ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। পাহাড়ি ও বাঙালিদের সহযোগিতায় এই ঘটনার সুষ্ঠু সমাধান করতে সক্ষম হয়েছি। এরই মধ্যে পার্বত্য জেলায় অবরোধ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।’

‘কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করেছিল’ অভিযোগ তুলে তিনি বলেন, ‘এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরও ইন্ধন ছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি।’

খাগড়াছড়ির ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়ে ভারতের ওপর দোষ চাপাচ্ছে বলে প্রতিবেশী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে—এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘তারা কী বলেছে সেটা না, এ বিষয়ে আপনারা কী দেখেছেন? আপনারাই চাক্ষুষ সাক্ষী। তাদের উদ্ধৃতি দিয়ে তো আমাদের কোনো কিছু নেই।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত