leadT1ad

রোববারের মধ্যে দাবি না মানলে সোমবার আবারও অবরোধ: ৭ কলেজের শিক্ষার্থী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

আন্দোলনের সমন্বয়ক নাঈম হাওলাদার অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে চলা অবরোধ আজকের মতো প্রত্যাহার করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তবে আগামী রোববারের মধ্যে দাবি না মানলে সোমবার আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে সায়েন্স ল্যাব মোড় থেকে সরে যান আন্দোলনকারীরা।

আন্দোলনের সমন্বয়ক নাঈম হাওলাদার বলেন, ‘আগামী রোববারের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করতে হবে। এর মধ্যে সরকার অধ্যাদেশ ঘোষণা না করলে সোমবার আমরা আবারও সায়েন্স ল্যাব মোড় অবরোধ করব।’ দাবি আদায় না হলে সেদিন ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এর আগে দুপুর থেকে রাজধানীর সায়েন্স ল্যাব ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট ও অচলাবস্থা সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও তিতুমীর কলেজসহ সাত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেন। তাঁদের অভিযোগ, গত ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর জানুয়ারির শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তাঁরা রাস্তায় নেমেছেন।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশ অনুমোদনের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, প্রশাসনিক উৎকর্ষ ও শিক্ষার্থীদের চাহিদা পূরণে অধ্যাদেশটি তৈরি করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ও লেজিসলেটিভ বিভাগের যাচাই শেষে এটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে।

Ad 300x250

সম্পর্কিত