leadT1ad

কারাবন্দি প্রলয় চাকীর মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
পাবনা

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ২১: ১০
সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী। সংগৃহীত ছবি

পাবনায় সঙ্গীতশিল্পী ও পরিচালক প্রলয় চাকীর মৃত্যুতে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছে তাঁর পরিবার। তদন্ত করে অভিযুক্তদের বিচারের দাবি করেছেন তারা। প্রলয়ের বিরুদ্ধে সরাসরি কোনো মামলা না থাকলেও তাঁকে রাজনৈতিক প্রতিহিংসার বলি করা হয়েছে বলে দাবি পরিবারের।

কারাবন্দী অবস্থায় প্রলয় চাকী গতকাল রবিবার (১১ জানুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর সন্ধ্যায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে ডিবি পুলিশ। পরে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা একটি মামলায় তাঁকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আন্দোলনকারীদের একটি অংশের চাপের মুখে তাঁকে গ্রপ্তার দেখানো হয় বলে জানিয়েছে পরিবার।

প্রলয় চাকী বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনা জেলার সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তিনি ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক। সেই সময় প্রলয় চাকী ও তাঁর ভাই মলয় চাকী টিভি ম্যাগাজিন ইত্যাদি সহ বিভিন্ন অনুষ্ঠানগুলোতে গান গেয়ে সাড়া ফেলেন। প্রলয় চাকীর পরিবার জানিয়েছে, বড় মাপের সঙ্গীতশিল্পী ও পরিচালক হওয়া সত্ত্বেও তিনি মাটির টানে পাবনা ছেড়ে অন্য কোথায় যাননি। তাঁর বিরুদ্ধে কোনো মামলাও ছিল না। তবুও রাজনৈতিক প্রতিহিংসার বলি হতে হয়েছে তাঁকে।

নব্বইদশকে বিটিভির অনুষ্ঠানে গাইছেন প্রলয় চাকী ও মলয় চাকী। সংগৃহীত ছবি
নব্বইদশকে বিটিভির অনুষ্ঠানে গাইছেন প্রলয় চাকী ও মলয় চাকী। সংগৃহীত ছবি

প্রলয় চাকীর ছেলে সানী চাকী বলেন, ‘কারা কর্তৃপক্ষের অবহেলায় বাবার মৃত্যু হয়েছে। হার্ট অ্যাটাকের (হৃদরোগ) রোগী হওয়া সত্ত্বেও বাবাকে সিসিইউতে না রেখে হাসপাতালের সাধারণ প্রিজন সেলে রাখা হয়েছিল। সেখানে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। অথচ এমন অসুস্থতার বিষয়ে আমাদের কিছু জানায়নি কারা কর্তৃপক্ষ।’

এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘অবহেলায় মৃত্যু কারও ক্ষেত্রেই কাম্য নয়। মলয় ও প্রলয়ের শুধু পাবনায় নয়, দেশব্যাপী খ্যাতি রয়েছে। প্রলয় কোনো দলের কারও শত্রু নয়। তাঁদের সহযোগিতা সব দল পেয়েছে। যারা তাকে এভাবে গ্রেপ্তার করিয়েছে, তাদের সমাজ সম্পর্কে ধারণা নেই। তাই তারা এই অন্যায় কাজটি করেছে।’

শ্রমিক নেতা পাভেল হাসান জাহাঙ্গীর বলেন, ‘প্রলয় চাকী রাজনৈতিক পরিচয়কে কখনো অপব্যবহার করেননি। তাঁর ওপর মামলা চাপিয়ে দিয়ে কারান্তরীণ করা ও চিকিৎসায় অবহেলা-- এই বিষয়গুলো আমাকে ব্যথিত করে। ৫ আগস্ট পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রারম্ভে তার প্রতি আমরা অবিচার করলাম কি না সেটি খতিয়ে দেখা দরকার।

চিকিৎসায় অবহেলায় অভিযোগ অস্বীকার করে পাবনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক বলেন, ‘বিষয়টি সঠিক নয়। তাঁকে হাসপাতালে নিয়ে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়েছে। আর পরিবারকে না জানালে তাঁরা কীভাবে জানলেন।’

সংগীতশিল্পী ও পরিচালক প্রলয় চাকী। সংগৃহীত ছবি
সংগীতশিল্পী ও পরিচালক প্রলয় চাকী। সংগৃহীত ছবি

প্রলয় চাকীর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক

এদিকে প্রলয় চাকীর মৃত্যুতে দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিসহ সাংবাদিক-সাংস্কৃতিক কর্মী ছাড়া শোক জানিয়েছেন। তাঁর পরিবারের কাছে ফোনে ও ফেসবুক স্ট্যাটাসে শোক জানিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, দিনাত জাহান মুন্নী, বাপ্পা মজুমদার ও কবির বকুলসহ অনেকেই।

মৃত্যুর খবর পেয়ে প্রলয় চাকীর পাবনার বাড়ীতে ছুটে গেছেন পাবনা-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল এহসান খান রেয়নসহ শিল্পীর শুভানুধ্যায়ীরা। শোক বিবৃতি দিয়ে সমবেদনা জানিয়েছেন পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম।

প্রলয় চাকীর মরদেহ দেখতে এসেছিলেন রাজনৈতিক নেতাসহ সাংস্কৃতিক ব্যক্তিরা। স্ট্রিম ছবি
প্রলয় চাকীর মরদেহ দেখতে এসেছিলেন রাজনৈতিক নেতাসহ সাংস্কৃতিক ব্যক্তিরা। স্ট্রিম ছবি

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, ‘সব দলমতের ঊর্ধ্বে একজন সংস্কৃতপ্রেমী ভালো মানুষ ছিলেন প্রলয় চাকী। সঙ্গীত আর মানুষের উপকার তাঁর প্রধান কর্ম ছিল। এই ব্যক্তির এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক।’

পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক ভাস্কর চৌধুরী বলেন, ‘রাজনৈতিক পরিচয়ের বাইরে প্রলয় চাকী ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মী ও শিল্পী। তিনি এভাবে মারা যাবেন, সেটা আমরা মেনে নিতে পারছি না।’

Ad 300x250

সম্পর্কিত