
আকাশ কলির সেই অভয়াশ্রম রক্ষায় ১০ দপ্তরে আইনি নোটিশ
‘পাখি বন্ধু’ খ্যাত পাবনার আকাশ কলি দাসের অভয়াশ্রম রক্ষায় ব্যবস্থা নিতে দুটি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় জেলা প্রশাসক (ডিসি)সহ সরকারি ১০টি দপ্তরে আইনি নোটিশ পাঠিয়েছে আইনজীবীদের একটি সংগঠন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) লয়ারস সোসাইটি ফর ল নামে সংগঠনটির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জালাল উদ্দিন উজ্জ্বল।



.png)

.png)










