leadT1ad

চুয়াডাঙ্গায় টানা শৈত্যপ্রবাহ, শীতে কষ্ট ছিন্নমূল মানুষের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ২০: ১৬
শীতে খেতে কাজ করা শ্রমিকেরা বিপাকে পড়েছেন। স্ট্রিম ছবি

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমায় শীতের তীব্রতা অনেক বেড়েছে। ভৌগলিক অবস্থানের কারণে চুয়াডাঙ্গা শীতকালে টানা শৈত্যপ্রবাহের কবলে পড়ে। শীতের প্রকোপ বাড়ায় সীমান্তবর্তী এ জেলায় বেড়েছে দুর্ভোগ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯১ ভাগ। গতকাল বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করেছিল মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার জেলার ওপর দিয়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ।

ঘন কুয়াশা ছিল দিনের বেশির ভাগ সময়। স্ট্রিম ছবি
ঘন কুয়াশা ছিল দিনের বেশির ভাগ সময়। স্ট্রিম ছবি

সকালের দিকে চুয়াডাঙ্গা শহর দেখা গেছে চারপাশে ঘন কুয়াশা। সকালের দিকে সড়ক-মহাসড়ক যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে। উত্তরের দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা জানান দিচ্ছে সারা দিনই।

কাজের প্রয়োজনে গ্রাম থেকে বিভিন্ন যানবাহনে মানুষ শহরের দিকে আসছেন। শীতে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও, হিমশীতল বাতাস যোগ করেছে বাড়তি দুর্ভোগ।

রিকশাচালক কাশেম মণ্ডল স্ট্রিমকে বলেন, 'শীতে মানুষের চলাচল কমেছে। সকালে খুব কম যাত্রী পাওয়া যায়। শীতে খুব কষ্ট হয় রিকশা চালাতে।'

পথচারী রবিউল ইসলাম বলেন, 'এই এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় খুব শীত। প্রচণ্ড শীতে চলাচলে কাজ-কর্মে কষ্ট পোহাতে হচ্ছে। সকালের দিকে শহরে মানুষের আনাগোনা কমছে। রোদ থাকলেও হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে দ্বিগুণ।'

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, 'এখন দু-একদিন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির ঘরে উঠানামা করবে। প্রতিদিনই রোদ থাকবে। কিন্তু উত্তরের হিমশীতল বাতাসের কারণে শীতের তীব্রতা বাড়াবে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত