স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমায় শীতের তীব্রতা অনেক বেড়েছে। ভৌগলিক অবস্থানের কারণে চুয়াডাঙ্গা শীতকালে টানা শৈত্যপ্রবাহের কবলে পড়ে। শীতের প্রকোপ বাড়ায় সীমান্তবর্তী এ জেলায় বেড়েছে দুর্ভোগ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯১ ভাগ। গতকাল বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করেছিল মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার জেলার ওপর দিয়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ।

সকালের দিকে চুয়াডাঙ্গা শহর দেখা গেছে চারপাশে ঘন কুয়াশা। সকালের দিকে সড়ক-মহাসড়ক যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে। উত্তরের দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা জানান দিচ্ছে সারা দিনই।
কাজের প্রয়োজনে গ্রাম থেকে বিভিন্ন যানবাহনে মানুষ শহরের দিকে আসছেন। শীতে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও, হিমশীতল বাতাস যোগ করেছে বাড়তি দুর্ভোগ।
রিকশাচালক কাশেম মণ্ডল স্ট্রিমকে বলেন, 'শীতে মানুষের চলাচল কমেছে। সকালে খুব কম যাত্রী পাওয়া যায়। শীতে খুব কষ্ট হয় রিকশা চালাতে।'
পথচারী রবিউল ইসলাম বলেন, 'এই এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় খুব শীত। প্রচণ্ড শীতে চলাচলে কাজ-কর্মে কষ্ট পোহাতে হচ্ছে। সকালের দিকে শহরে মানুষের আনাগোনা কমছে। রোদ থাকলেও হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে দ্বিগুণ।'
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, 'এখন দু-একদিন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির ঘরে উঠানামা করবে। প্রতিদিনই রোদ থাকবে। কিন্তু উত্তরের হিমশীতল বাতাসের কারণে শীতের তীব্রতা বাড়াবে।’

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমায় শীতের তীব্রতা অনেক বেড়েছে। ভৌগলিক অবস্থানের কারণে চুয়াডাঙ্গা শীতকালে টানা শৈত্যপ্রবাহের কবলে পড়ে। শীতের প্রকোপ বাড়ায় সীমান্তবর্তী এ জেলায় বেড়েছে দুর্ভোগ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯১ ভাগ। গতকাল বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করেছিল মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার জেলার ওপর দিয়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ।

সকালের দিকে চুয়াডাঙ্গা শহর দেখা গেছে চারপাশে ঘন কুয়াশা। সকালের দিকে সড়ক-মহাসড়ক যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে। উত্তরের দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা জানান দিচ্ছে সারা দিনই।
কাজের প্রয়োজনে গ্রাম থেকে বিভিন্ন যানবাহনে মানুষ শহরের দিকে আসছেন। শীতে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও, হিমশীতল বাতাস যোগ করেছে বাড়তি দুর্ভোগ।
রিকশাচালক কাশেম মণ্ডল স্ট্রিমকে বলেন, 'শীতে মানুষের চলাচল কমেছে। সকালে খুব কম যাত্রী পাওয়া যায়। শীতে খুব কষ্ট হয় রিকশা চালাতে।'
পথচারী রবিউল ইসলাম বলেন, 'এই এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় খুব শীত। প্রচণ্ড শীতে চলাচলে কাজ-কর্মে কষ্ট পোহাতে হচ্ছে। সকালের দিকে শহরে মানুষের আনাগোনা কমছে। রোদ থাকলেও হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে দ্বিগুণ।'
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, 'এখন দু-একদিন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির ঘরে উঠানামা করবে। প্রতিদিনই রোদ থাকবে। কিন্তু উত্তরের হিমশীতল বাতাসের কারণে শীতের তীব্রতা বাড়াবে।’

পঞ্চগড়ে বেশ কিছুদিন ধরে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত বাড়তে থাকলে বাড়ে শীতের দাপট। দুপুর অবধি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে পথঘাট। সূর্য দেখা যায় না।
৪ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহুল প্রত্যাশিত এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
৪ ঘণ্টা আগে
সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আইনি জটিলতার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সাক্ষাতে তিনি বাংলাদেশের ওপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন।
৭ ঘণ্টা আগে