leadT1ad

বিমানবন্দর ও আশপাশের এলাকায় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন উড়ানো নিষিদ্ধ

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২১: ২২
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) লোগো।

বিমানবন্দর ও আশপাশের এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিমান চলাচল রুট, উড্ডয়ন ও অবতরণ এলাকা এবং প্রশিক্ষণ জোনে ড্রোন উড়ানো যাবে না।

বেবিচক জানিয়েছে, অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এটি ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০’-এর পরিপন্থী।

তবে বিশেষ প্রয়োজনে ড্রোন ওড়াতে হলে জেলা প্রশাসনের ছাড়পত্রসহ বেবিচক বরাবর আবেদন করতে হবে। যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত