leadT1ad

ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে কঠোর নিরাপত্তা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

রাস্তায় সন্দেহজনক যানবাহন ও লোকজনকে থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। স্ট্রিম ছবি

শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে সড়কের প্রবেশমুখে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ সদস্যরা। মোতায়েন করা হয়েছে পুলিশের আর্মড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। রাস্তায় সন্দেহজনক লোকজনকে থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার ঢাকা স্ট্রিমকে বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যথারীতি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তল্লাশি চৌকি বসানো হয়েছে। সিএনজি, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন বা চলাচল করা ব্যক্তিদের সন্দেহ হলে তল্লাশি করছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আশঙ্কাও করছি না।"

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা করা হবে।

Ad 300x250

সম্পর্কিত