স্ট্রিম ডেস্ক

দেশি-বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত হয়েছে আরও ১১টি প্রতিষ্ঠান। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চারটি ব্যাংক ও সাতটি সিটি করপোরেশন। ব্যাংকগুলো হলো—রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। সিটি করপোরেশনগুলো হলো—রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।
এর ফলে বিনিয়োগকারীরা এখন অনলাইনেই ব্যাংক হিসাব খোলা ও ট্রেড লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন আর্থিক ও পৌর সেবা দ্রুত পাবেন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় বিনিয়োগকারী যেন একটি ওয়েবসাইট ও একটি লগইনের মাধ্যমেই সব সেবা পান, সেটাই মূল লক্ষ্য।
তিনি বলেন, ‘একই তথ্য বারবার বিভিন্ন দপ্তরে জমা দেওয়ার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। উন্নত দেশগুলোর মতো একবার দেওয়া তথ্য পুরো সরকারের মধ্যে ব্যবহারযোগ্য করার পথে এগোচ্ছে বাংলাদেশ।’ তিনি সেবার মান বাড়াতে নিয়মিত মনিটরিং ও ফিডব্যাক নেওয়ার ওপর জোর দেন।
উল্লেখ্য, বর্তমানে বিডার ওএসএস পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত এই সিস্টেমের মাধ্যমে ২ লাখ ১৫ হাজারেরও বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

দেশি-বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত হয়েছে আরও ১১টি প্রতিষ্ঠান। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চারটি ব্যাংক ও সাতটি সিটি করপোরেশন। ব্যাংকগুলো হলো—রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। সিটি করপোরেশনগুলো হলো—রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।
এর ফলে বিনিয়োগকারীরা এখন অনলাইনেই ব্যাংক হিসাব খোলা ও ট্রেড লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন আর্থিক ও পৌর সেবা দ্রুত পাবেন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় বিনিয়োগকারী যেন একটি ওয়েবসাইট ও একটি লগইনের মাধ্যমেই সব সেবা পান, সেটাই মূল লক্ষ্য।
তিনি বলেন, ‘একই তথ্য বারবার বিভিন্ন দপ্তরে জমা দেওয়ার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। উন্নত দেশগুলোর মতো একবার দেওয়া তথ্য পুরো সরকারের মধ্যে ব্যবহারযোগ্য করার পথে এগোচ্ছে বাংলাদেশ।’ তিনি সেবার মান বাড়াতে নিয়মিত মনিটরিং ও ফিডব্যাক নেওয়ার ওপর জোর দেন।
উল্লেখ্য, বর্তমানে বিডার ওএসএস পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত এই সিস্টেমের মাধ্যমে ২ লাখ ১৫ হাজারেরও বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। এসময় এনসিপি নেতারা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
৪ মিনিট আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা পদে আর থাকছেন না যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী ও আন্তর্জাতিক ফৌজদারি আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান।
৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ ‘এমভি ক্লিপার ইসাডোরা’। সোমবার (১৯ জানুয়ারি) সরকারি পর্যায়ে (জি-টু-জি) ক্রয় চুক্তির আওতায় এই চালান দেশে আসে। খাদ্য মন্ত্রণালয়য়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১১ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তাঁর নেতৃত্বে জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতেরা এই বৈঠকে অংশ নেন।
১ ঘণ্টা আগে