leadT1ad

জীবিকার জন্য আরও এককোটি টাকা পাবে হাদির পরিবার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাটের পাশাপাশি জীবন-জীবিকার জন্য এক কোটি টাকা দেবে সরকার। প্রধান উপদেষ্টার ফান্ড থেকে এ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, হাদির পরিবারের দুইটা ব্যাপার হয়েছে। একটা হলো—হাদির পরিবারকে এককোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে। সেটা তার একটি ফ্ল্যাট বা বাড়ির জন্য।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা আরও এককোটি টাকা আলাদাভাবে দেব। সেটা প্রধান উপদেষ্টার ফান্ড থেকে দেওয়া হবে। সেটা জীবন ও জীবিকা নির্বাহের জন্য দেওয়া হবে।’

এর আগে হাদির ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন আবার তার পরিবারকে ফ্ল্যাটের জন্য এককোটি এবং জীবনযাপনের জন্য এককোটি টাকা দেওয়া হচ্ছে কেন—এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটা আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই।’

অর্থ মন্ত্রণালয় থেকে এই এককোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দেওয়ার বিষয়ে সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ শরীফ ওসমান বিন হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

জানা গেছে, রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সজ্জিত করার জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। গৃহায়ণ মন্ত্রণালয়ের আবাসিক ভবন বাবদ চলতি অর্থবছরে যে ছয় কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, সেখান থেকে এ অর্থ খরচ করবে মন্ত্রণালয়।

ফ্ল্যাট বরাদ্দের শর্তে বলা হয়েছে, এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সব আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে। বরাদ্দকৃত অর্থ চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রতিফলন নিশ্চিত করতে হবে। অব্যয়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

Ad 300x250

সম্পর্কিত