leadT1ad

প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের বগুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭: ৩৪
কেরানীগঞ্জে আগুন। সংগৃহীত ছবি

কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবন জামেলা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার প্রায় ১২ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় শনিবার বিকাল ৫টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মুখপাত্র শাহজাহান শিকদার।

এর আগে আজ ভোর ৫টা ৩৭ মিনিটে ১২ তলা ভবনটির নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এক পর্যায়ে দুপুরের দিকে ফায়ার সার্ভিসের মুখপাত্র শাহজাহান শিকদার সাংবাদিকদের জানান, জামেলা টাওয়ারে নিচতলায় আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট কাজ করছে। এ সময় ভবন থেকে ৪২ জন বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদে সরানো হয়েছে।

তিনি আরও জানান, শুরুতে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণ হলেও এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তদন্তের পর জানানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

Ad 300x250

সম্পর্কিত