leadT1ad

ওসমান হাদীকে গুলির ঘটনায় এবি পার্টির নিন্দা ও বিচার দাবি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৬: ০০
ওসমান হাদীকে গুলির ঘটনায় এবি পার্টির বিচার দাবি। ছবি: সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

দলটি বলছে, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই একজন প্রার্থীর ওপর এমন হামলা প্রমাণ করে দেশের নিরাপত্তা পরিস্থিতি চরম নাজুক।

শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই হামলার প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টাও পার হয়নি, এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা–৮ আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক।’

রাজনৈতিক ভিন্নমত দমনে এমন সহিংসতা কোনো সভ্য দেশে বরদাস্তযোগ্য নয় উল্লেখ করে তারা বলেন, হাদীর ওপর এই হামলা গণতন্ত্র, আইন-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। সন্ত্রাসীরা শক্তিশালী মহলের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে বলেই এতটা বেপরোয়া হয়ে হামলা চালানোর সাহস দেখাচ্ছে।

এবি পার্টির শীর্ষ এই দুই নেতা আসন্ন নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, তফসিলের শুরুতেই যদি এমন পরিস্থিতি হয়, তবে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে কি না—তা নিয়ে গুরুতর প্রশ্ন থেকে যায়।

বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় এবং আহত শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করা হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণাকালে হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত