স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
দলটি বলছে, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই একজন প্রার্থীর ওপর এমন হামলা প্রমাণ করে দেশের নিরাপত্তা পরিস্থিতি চরম নাজুক।
শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই হামলার প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টাও পার হয়নি, এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা–৮ আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক।’
রাজনৈতিক ভিন্নমত দমনে এমন সহিংসতা কোনো সভ্য দেশে বরদাস্তযোগ্য নয় উল্লেখ করে তারা বলেন, হাদীর ওপর এই হামলা গণতন্ত্র, আইন-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। সন্ত্রাসীরা শক্তিশালী মহলের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে বলেই এতটা বেপরোয়া হয়ে হামলা চালানোর সাহস দেখাচ্ছে।
এবি পার্টির শীর্ষ এই দুই নেতা আসন্ন নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, তফসিলের শুরুতেই যদি এমন পরিস্থিতি হয়, তবে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে কি না—তা নিয়ে গুরুতর প্রশ্ন থেকে যায়।
বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় এবং আহত শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণাকালে হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
দলটি বলছে, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই একজন প্রার্থীর ওপর এমন হামলা প্রমাণ করে দেশের নিরাপত্তা পরিস্থিতি চরম নাজুক।
শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই হামলার প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টাও পার হয়নি, এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা–৮ আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক।’
রাজনৈতিক ভিন্নমত দমনে এমন সহিংসতা কোনো সভ্য দেশে বরদাস্তযোগ্য নয় উল্লেখ করে তারা বলেন, হাদীর ওপর এই হামলা গণতন্ত্র, আইন-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। সন্ত্রাসীরা শক্তিশালী মহলের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে বলেই এতটা বেপরোয়া হয়ে হামলা চালানোর সাহস দেখাচ্ছে।
এবি পার্টির শীর্ষ এই দুই নেতা আসন্ন নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, তফসিলের শুরুতেই যদি এমন পরিস্থিতি হয়, তবে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে কি না—তা নিয়ে গুরুতর প্রশ্ন থেকে যায়।
বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় এবং আহত শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণাকালে হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে আটক করেছে পুলিশ।
২৭ মিনিট আগে
নরসিংদীতে সন্ত্রাসীদের হামলায় ১০ সাংবাদিক আহত হয়েছেন। ড্রিম হলিডে পার্কের সামনের রাস্তার পাশে গাড়ি পার্ক করলে স্থানীয় একদল লোক টাকা দাবি করে। এর প্রতিবাদ করলে এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গুজব প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। এ লক্ষ্যে তিনি জেলা তথ্য কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধের প্রেক্ষিতে স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
২ ঘণ্টা আগে