স্ট্রিম প্রতিবেদক

নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সেচ অফিসের পুরাতন ভবনের ছাদ ধসে পড়ায় তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে নেত্রকোনা–ময়মনসিংহ সড়কের পাশের বিএডিসি কার্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া (৪০) এবং পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া (৩৯)।
আহত দুই শ্রমিক হলেন হাসান মিয়া (৩৮) ও সাইফুল ইসলাম (৩৫)। আহত ব্যক্তিদের নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, বিএডিসির পুরাতন ভবন ভাঙার সময় হঠাৎ করে ছাদের একটি বড় অংশ ধসে পড়ে নিচে থাকা পাঁচ শ্রমিকের ওপর। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহত দুইজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ব্যক্তিদের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছে পুলিশ।

নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সেচ অফিসের পুরাতন ভবনের ছাদ ধসে পড়ায় তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে নেত্রকোনা–ময়মনসিংহ সড়কের পাশের বিএডিসি কার্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া (৪০) এবং পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া (৩৯)।
আহত দুই শ্রমিক হলেন হাসান মিয়া (৩৮) ও সাইফুল ইসলাম (৩৫)। আহত ব্যক্তিদের নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, বিএডিসির পুরাতন ভবন ভাঙার সময় হঠাৎ করে ছাদের একটি বড় অংশ ধসে পড়ে নিচে থাকা পাঁচ শ্রমিকের ওপর। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহত দুইজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ব্যক্তিদের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছে পুলিশ।

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
২৮ মিনিট আগে
কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
১ ঘণ্টা আগে
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
১ ঘণ্টা আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
১ ঘণ্টা আগে