leadT1ad

বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা কেন নয়, হাইকোর্টের রুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৯: ২১
হাইকোর্ট ভবন। ছবি: সংগৃহীত

রাজধানীসহ সব সিটি করপোরেশনে বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীরের বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। এর আগে, রাজধানীর আজিমপুরের বাসিন্দা ইমতিয়াজ আহমেদ এ রিট দায়ের করেন। রিটে বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা তৈরির পাশাপাশি ১৯৯১ সালে প্রণীত আইন দ্রুত কার্যকরের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া এক মাসের বেশি অগ্রিম ভাড়া জামানত হিসেবে না নেওয়ার নির্দেশনাও চান ইমতিয়াজ আহমেদ।

আইনজীবী পারভেজ হোসেন জানান, আদালত ঢাকার দুই সিটি করপোরেশনকে শহরের অবস্থান, আয়তন, রাস্তাঘাট এবং অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধা বিবেচনা করে বাড়ি ভাড়া নির্ধারণের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।

রিটকারী ইমতিয়াজ আহমেদ বলেন, প্রতিটি এলাকায় আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য আলাদা ভাড়ার তালিকা (রেট চার্ট) থাকা জরুরি। শুধু আইন বা রিট করে সুফল পাওয়া যাবে না, প্রয়োজন বড় অঙ্কের জরিমানার বিধান।

Ad 300x250

সম্পর্কিত