leadT1ad

তারেক রহমানের নিরাপত্তা দলে আরও ৩ সাবেক সেনা কর্মকর্তা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন সাবেক সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহকে টিমের পরিচালক (নিরাপত্তা) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরিচালক (প্রটোকল) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর (অব.) মইনুল হোসেন। এছাড়া ক্যাপ্টেন (অব.) মো. গনি উল আজমকে পরিচালক (সমন্বয়) পদে নিযুক্ত করা হয়েছে।

এর আগে গত শনিবার (৩ জানুয়ারি) তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এ বি এম আব্দুস সাত্তার এবং প্রেস সচিব হিসেবে এ এ এম সালেহ (সালেহ শিবলী) নিয়োগ পান।

Ad 300x250

সম্পর্কিত