স্ট্রিম প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম নতুন ধারার অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’ পরিদর্শন করেছেন।
আজ রোববার (২০ জুলাই) দুপুর ২টার দিকে রাজধানীর পান্থপথের ঢাকা স্ট্রিমের কার্যালয়ে আসেন তিনি।
প্রেস সচিব শফিকুল আলমকে স্বাগত জানান ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ। এরপর শফিকুল আলম ঢাকা স্ট্রিমের কার্যালয় ঘুরে দেখেন এবং কর্মীদের সঙ্গে কথা বলেন।
শফিকুল আলম বলেন, তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা ও ঘটনার ঐতিহাসিকতা—দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে।
এ ছাড়া সংবাদকর্মীদের উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেন প্রেস সচিব। তিনি বলেন, যেকোনো ব্যক্তির উদ্ধৃতি সঠিকভাবে নিতে হবে এবং হুবহু ব্যবহার করতে হবে। উদ্ধৃতি পরিবর্তনের কোনো এখতিয়ার সাংবাদিকের নেই। উদ্ধৃতিতে ভুল থাকলেও সেটি পরিবর্তন করা যাবে না। ভাষার ক্ষেত্রেও কোনো পরিবর্তন কাম্য নয়।
সম্পাদকীয় নীতিমালার গুরুত্ব তুলে ধরে প্রেস সচিব বলেন, যেকোনো সংবাদমাধ্যমের শুরুতেই সম্পাদকীয় নীতিমালা তৈরি করা উচিত এবং সেই অনুসারে পরিচালিত হওয়া উচিত। এতে ওই সংবাদমাধ্যমের ‘স্ট্যান্ডার্ড’ তৈরি হয়।
এ সময় তিনি দেশের ‘ঐতিহাসিক সত্য’ বিষয়গুলোর ব্যাপারে সম্পাদকীয় নীতিমালা তৈরি করার পরামর্শ দেন। তিনি বলেন, গণমাধ্যমের নিজস্ব ‘ইন্সটিটিউশনাল মেমোরি’ তৈরি করা জরুরি। এই মেমোরি গণমাধ্যমের নিজস্ব পরিচয় বহন করবে। ইন্সটিটিউশনাল মেমোরির ব্যাখ্যা করতে গিয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর যত ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেগুলোর নিজস্ব ব্যাখ্যা তৈরি করে সংরক্ষণ করে রাখাটাই ইন্সটিটিউশনাল মেমোরি।
এ ছাড়া সোশ্যালমিডিয়া পলিসির গুরুত্বও তুলে ধরেন। কর্মীদের উদ্দেশে প্রেস সচিব বলেন, প্রত্যেক কর্মীর উচিত তার প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া নীতি মেনে চলা। প্রতিষ্ঠানের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা উচিত নয়।
তরুণ প্রজন্মের সংবাদকর্মীদের পরামর্শ দিয়ে শফিকুল আলম বলেন, একটি ভালো প্রতিবেদন তৈরি করতে হলে অবশ্যই সেই প্রতিবেদনে অতীতের সম্পূরক তথ্য (ব্যাকগ্রাউন্ড) দিতে হবে। এ সময় তিনি সংবাদকর্মীদের ভিডিও প্রতিবেদন তৈরির প্রতিও মনোযোগী হতে বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম নতুন ধারার অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’ পরিদর্শন করেছেন।
আজ রোববার (২০ জুলাই) দুপুর ২টার দিকে রাজধানীর পান্থপথের ঢাকা স্ট্রিমের কার্যালয়ে আসেন তিনি।
প্রেস সচিব শফিকুল আলমকে স্বাগত জানান ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ। এরপর শফিকুল আলম ঢাকা স্ট্রিমের কার্যালয় ঘুরে দেখেন এবং কর্মীদের সঙ্গে কথা বলেন।
শফিকুল আলম বলেন, তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা ও ঘটনার ঐতিহাসিকতা—দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে।
এ ছাড়া সংবাদকর্মীদের উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেন প্রেস সচিব। তিনি বলেন, যেকোনো ব্যক্তির উদ্ধৃতি সঠিকভাবে নিতে হবে এবং হুবহু ব্যবহার করতে হবে। উদ্ধৃতি পরিবর্তনের কোনো এখতিয়ার সাংবাদিকের নেই। উদ্ধৃতিতে ভুল থাকলেও সেটি পরিবর্তন করা যাবে না। ভাষার ক্ষেত্রেও কোনো পরিবর্তন কাম্য নয়।
সম্পাদকীয় নীতিমালার গুরুত্ব তুলে ধরে প্রেস সচিব বলেন, যেকোনো সংবাদমাধ্যমের শুরুতেই সম্পাদকীয় নীতিমালা তৈরি করা উচিত এবং সেই অনুসারে পরিচালিত হওয়া উচিত। এতে ওই সংবাদমাধ্যমের ‘স্ট্যান্ডার্ড’ তৈরি হয়।
এ সময় তিনি দেশের ‘ঐতিহাসিক সত্য’ বিষয়গুলোর ব্যাপারে সম্পাদকীয় নীতিমালা তৈরি করার পরামর্শ দেন। তিনি বলেন, গণমাধ্যমের নিজস্ব ‘ইন্সটিটিউশনাল মেমোরি’ তৈরি করা জরুরি। এই মেমোরি গণমাধ্যমের নিজস্ব পরিচয় বহন করবে। ইন্সটিটিউশনাল মেমোরির ব্যাখ্যা করতে গিয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর যত ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেগুলোর নিজস্ব ব্যাখ্যা তৈরি করে সংরক্ষণ করে রাখাটাই ইন্সটিটিউশনাল মেমোরি।
এ ছাড়া সোশ্যালমিডিয়া পলিসির গুরুত্বও তুলে ধরেন। কর্মীদের উদ্দেশে প্রেস সচিব বলেন, প্রত্যেক কর্মীর উচিত তার প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া নীতি মেনে চলা। প্রতিষ্ঠানের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা উচিত নয়।
তরুণ প্রজন্মের সংবাদকর্মীদের পরামর্শ দিয়ে শফিকুল আলম বলেন, একটি ভালো প্রতিবেদন তৈরি করতে হলে অবশ্যই সেই প্রতিবেদনে অতীতের সম্পূরক তথ্য (ব্যাকগ্রাউন্ড) দিতে হবে। এ সময় তিনি সংবাদকর্মীদের ভিডিও প্রতিবেদন তৈরির প্রতিও মনোযোগী হতে বলেন।

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
১ ঘণ্টা আগে
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
১ ঘণ্টা আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
২ ঘণ্টা আগে