leadT1ad

প্রথমবার ছোট ভাইয়ের কবরের পাশে তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

আরাফাত রহমান কোকোর কবরের পাশে তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর প্রথমবারের মত তাঁর কবর জিয়ারতের সুযোগ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে পৌঁছান তিনি।

কবরস্থানে পৌঁছে প্রথমে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। এসময় তারেক রহমান দুহাত দিয়ে কোকোর কবর স্পর্শ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সুরা ফাতেহা ও দরুদ শরীফ পাঠ করে ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

পরে তারেক রহমান তাঁর শ্বশুর সাবেক নৌ-বাহিনী প্রধান, মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন।

এ সময় তারেক রহমানের সঙ্গে চেয়ারপার্সনের নিরাপত্তা দলের (সিএসএফ) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছুল আলম, পিএস আবদুর রহমান সানি ও অন্যান্য কর্মকর্তারা ছিলেন।

প্রসঙ্গত, আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি স্ত্রী ও দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান। সে সময় তারেক রহমান লন্ডনে নির্বাসিত থাকায় ছোটভাইয়ের শেষ বিদায়ে উপস্থিত হতে পারেননি।

এর আগে তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের পেছনে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) যান। সেখানে তার বায়োমেট্রিক এনরোলমেন্ট নেওয়া ও ছবি তোলা হয়।

জানা গেছে, ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরণ করেছেন তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমান। তারা ভোটার হবেন ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে।

ইসি জানিয়েছে গতকাল ভোটার নিবন্ধনের অনলাইন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভোটার নিবন্ধন সম্পন্ন করার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন তারা।

Ad 300x250

সম্পর্কিত