স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান সফলে উত্তরাবাসীর বিশেষ অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তাদের অবদানের কথা আগামী দিনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১টার দিকে উত্তরার আজমপুরে নির্বাচনী সভায় এসব কথা বলেন তারেক রহমান।
সভা শেষে রাত পৌনে ২টার দিকে গুলশানের বাসায় ফেরেন তারেক রহমান। বেলা ১১টায় ঢাকা থেকে ময়মনসিংহে যান নির্বাচনী প্রচারে। সেখান থেকে গাজীপুরে নির্বাচনী সমাবেশে বক্তৃতা শেষে রাতে ঢাকার কর্মসূচিতে যুক্ত হন বিএনপি চেয়ারম্যান।
সফরে তারেক রহমানের সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানও ছিলেন। সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহ সফরের সময় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে তাঁদের শুভেচ্ছা জানান। এ সময় নানা স্লোগান দেওয়া হয়। পুরো সময় বাসে বসে হাত নেড়ে নেতাকর্মীর শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান।
উত্তরা এলাকার গ্যাসের সমস্যা তুলে ধরে তারেক রহমান বলেন, আপনারা প্রতি মাসে বিল দেন। অথচ ঠিকমতো গ্যাস পান না। এটি শুধু এই এলাকার নয়, পুরো দেশের সমস্যা। বিগত সময়ে আমরা দেখেছি, দেশে নতুন কোনো গ্যাসকূপের সন্ধান করতে দেওয়া হয়নি।
তিনি বলেন, আমাদের গ্যাসের সমস্যার সমাধান করতে হবে। নতুন শিল্প কারখানা গড়ে তুলতে হবে। পাশাপাশি পানির সংকট, জলাবদ্ধতা ও যানজট সমস্যা নিরসনে উদ্যোগ নিতে হবে।
তুরাগ, লবণদহ ও চিলাই খননের প্রতিশ্রুতি
বিজয়ী হয়ে বিএনপি সরকারে গেলে গাজীপুরের তুরাগ নদ, লবণদহ ও চিলাই খননের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। পাশাপাশি জয়দেবপুর রেলগেট এলাকায় ফ্লাইওভার ও শ্রমিক আবাসনের অঙ্গীকার করেন তিনি।
মঙ্গলবার রাত ১২টার দিকে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মহানগর বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে গাজীপুরের মানুষের বিরাট ভূমিকা রয়েছে। লাখ লাখ মানুষ রাজপথে অধিকার আদায়ে লড়াই করেছে। এই যে গণতন্ত্রের লড়াই হয়েছে, সেটি রক্ষা করতে আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ভোরে ভোটকেন্দ্রে যাবেন। ফজরের নামাজ কেন্দ্রের সামনে জামাত করে পড়বেন। বিগত বছরগুলোতে যেভাবে ভোট ডাকাতি হয়েছে, এবার সেটি করতে দেবেন না। নিজের অধিকার নিশ্চিত করেই ঘরে ফিরবেন।
গাজীপুরবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, নির্বাচনে বিএনপি বিজয়ী হলে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে অন্যতম একটি হলো– গার্মেন্টস শিল্পের মতো নতুন আরও শিল্পখাত তৈরি করা হবে। সেখানে আরও বেশি সংখ্যক মা-বোনদের কর্মসংস্থান হবে। তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

জুলাই গণঅভ্যুত্থান সফলে উত্তরাবাসীর বিশেষ অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তাদের অবদানের কথা আগামী দিনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১টার দিকে উত্তরার আজমপুরে নির্বাচনী সভায় এসব কথা বলেন তারেক রহমান।
সভা শেষে রাত পৌনে ২টার দিকে গুলশানের বাসায় ফেরেন তারেক রহমান। বেলা ১১টায় ঢাকা থেকে ময়মনসিংহে যান নির্বাচনী প্রচারে। সেখান থেকে গাজীপুরে নির্বাচনী সমাবেশে বক্তৃতা শেষে রাতে ঢাকার কর্মসূচিতে যুক্ত হন বিএনপি চেয়ারম্যান।
সফরে তারেক রহমানের সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানও ছিলেন। সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহ সফরের সময় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে তাঁদের শুভেচ্ছা জানান। এ সময় নানা স্লোগান দেওয়া হয়। পুরো সময় বাসে বসে হাত নেড়ে নেতাকর্মীর শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান।
উত্তরা এলাকার গ্যাসের সমস্যা তুলে ধরে তারেক রহমান বলেন, আপনারা প্রতি মাসে বিল দেন। অথচ ঠিকমতো গ্যাস পান না। এটি শুধু এই এলাকার নয়, পুরো দেশের সমস্যা। বিগত সময়ে আমরা দেখেছি, দেশে নতুন কোনো গ্যাসকূপের সন্ধান করতে দেওয়া হয়নি।
তিনি বলেন, আমাদের গ্যাসের সমস্যার সমাধান করতে হবে। নতুন শিল্প কারখানা গড়ে তুলতে হবে। পাশাপাশি পানির সংকট, জলাবদ্ধতা ও যানজট সমস্যা নিরসনে উদ্যোগ নিতে হবে।
তুরাগ, লবণদহ ও চিলাই খননের প্রতিশ্রুতি
বিজয়ী হয়ে বিএনপি সরকারে গেলে গাজীপুরের তুরাগ নদ, লবণদহ ও চিলাই খননের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। পাশাপাশি জয়দেবপুর রেলগেট এলাকায় ফ্লাইওভার ও শ্রমিক আবাসনের অঙ্গীকার করেন তিনি।
মঙ্গলবার রাত ১২টার দিকে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মহানগর বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে গাজীপুরের মানুষের বিরাট ভূমিকা রয়েছে। লাখ লাখ মানুষ রাজপথে অধিকার আদায়ে লড়াই করেছে। এই যে গণতন্ত্রের লড়াই হয়েছে, সেটি রক্ষা করতে আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ভোরে ভোটকেন্দ্রে যাবেন। ফজরের নামাজ কেন্দ্রের সামনে জামাত করে পড়বেন। বিগত বছরগুলোতে যেভাবে ভোট ডাকাতি হয়েছে, এবার সেটি করতে দেবেন না। নিজের অধিকার নিশ্চিত করেই ঘরে ফিরবেন।
গাজীপুরবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, নির্বাচনে বিএনপি বিজয়ী হলে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে অন্যতম একটি হলো– গার্মেন্টস শিল্পের মতো নতুন আরও শিল্পখাত তৈরি করা হবে। সেখানে আরও বেশি সংখ্যক মা-বোনদের কর্মসংস্থান হবে। তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট হাতে নিয়ে প্রথম ভোটটি ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে আজাদি; ‘না’ মানে গোলামী।
১১ ঘণ্টা আগে
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের নির্বাচনী জনসভা শেষে গাজীপুরে ফিরছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পথে ভালুকার সিডস্টোর এলাকায় গাড়ি থামানোর ইশারা দেয় এক কিশোরী। তাতে সাড়া দেন তারেক রহমান। পরে গাড়ি থামিয়ে ওই কিশোরীর সঙ্গে কথা বলেন। পরে তাঁর দেওয়া উপহার নেন বিএনপি চেয়ারম্যান।
১২ ঘণ্টা আগে
ঢাকা-১২ আসনে নির্বাচিত হলে ‘নাগরিক কাউন্সিল’ গঠনের ঘোষণা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার।
১৩ ঘণ্টা আগে
আগামী দিনে দেশে শুধু বাংলাদেশপন্থী রাজনীতি চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, মানুষের মুখে মুখে পরিবর্তনের আওয়াজ। তারা পুরাতন কাউকে ক্ষমতায় আনতে চায় না। অনেকেই বলছেন সবাইকে দেখেছি, এবার ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই।
১৪ ঘণ্টা আগে