স্ট্রিম প্রতিবেদক

সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’– এর পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোটের গাড়ি (ক্যারাভ্যান) উদ্বোধন করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ের সামনে এই কর্মসূচি উদ্বোধন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এলইডি স্ক্রিনযুক্ত গাড়িটি সারাদেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে জুলাই সনদের ভিত্তিতে গণভোটের ‘হ্যাঁ’–এর পক্ষে প্রচার চালাবে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গণভোটের পক্ষে সচেতনতা তৈরিতে আমরা এই ভোটের গাড়ি উদ্বোধন করছি। প্রাথমিকভাবে একটি দিয়ে শুরু হলেও ভবিষ্যতে গাড়ি বাড়বে।’
এ সময় নাহিদ ইসলাম জানান, এবারের নির্বাচনে প্রতিটি নাগরিকের হাতে দুটি ভোট থাকবে। একটি জনপ্রতিনিধি নির্বাচনের জন্য; অন্যটি গণভোটের। গণভোটে জুলাই সনদ প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা ফ্যাসিবাদের যে সিস্টেম পরিবর্তন করতে চেয়েছিলাম, তা এই ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সম্ভব হবে। গণভোটে ‘না’ জয়যুক্ত হলে আগের ব্যবস্থাই বহাল থাকবে। সেক্ষেত্রে সরকার পরিবর্তন হলেও রাষ্ট্র ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। সবচেয়ে ভালো মানুষটিকেও সরকারে বসালে তিনি দেশের কোনো পরিবর্তন করতে পারবেন না, যদি না সিস্টেম বদলায়।
কিছু রাজনৈতিক দল পরোক্ষভাবে ‘না’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে উল্লেখ করে নাহিদ বলেন, যারা ‘না’ ভোটের পক্ষে থাকবে, তারা জনগণের বিপক্ষে চলে যাবে এবং নির্বাচনেও জয়ী হতে পারবে না। নির্বাচনে জিততে হলে সংস্কার ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে।
বিভিন্ন দলের দেওয়া ‘কার্ড’ সুবিধা নিয়ে প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, আয়ের উৎস না দেখিয়ে যারা কার্ডের মাধ্যমে সুবিধা দেওয়ার কথা বলছেন, তাদের এই প্রক্রিয়ায় জনগণের ওপর ভ্যাটের বোঝা বাড়বে। রাষ্ট্রীয় অর্থের দলীয়করণ ও দুর্নীতি হবে। ২০০৮ সালে ১০ টাকা কেজি চালের কথা বলে যেভাবে দেশ ছারখার করা হয়েছিল, এবার সস্তা স্লোগানে মানুষকে আকৃষ্ট করা যাবে না। জনগণ ১৬ বছর পর ভোট দিচ্ছে, তারা এবার সচেতন।
নাহিদ ইসলাম আরও বলেন, আমরা হাসিনামুক্ত নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত চাই। এই নির্বাচনে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে হাসিনার ব্যবস্থাই থেকে যাবে। এনসিপি এবং ১১ দলীয় জোট নির্বাচনের দিন পর্যন্ত সংস্কার ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়ে যাবে।

সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’– এর পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোটের গাড়ি (ক্যারাভ্যান) উদ্বোধন করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ের সামনে এই কর্মসূচি উদ্বোধন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এলইডি স্ক্রিনযুক্ত গাড়িটি সারাদেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে জুলাই সনদের ভিত্তিতে গণভোটের ‘হ্যাঁ’–এর পক্ষে প্রচার চালাবে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গণভোটের পক্ষে সচেতনতা তৈরিতে আমরা এই ভোটের গাড়ি উদ্বোধন করছি। প্রাথমিকভাবে একটি দিয়ে শুরু হলেও ভবিষ্যতে গাড়ি বাড়বে।’
এ সময় নাহিদ ইসলাম জানান, এবারের নির্বাচনে প্রতিটি নাগরিকের হাতে দুটি ভোট থাকবে। একটি জনপ্রতিনিধি নির্বাচনের জন্য; অন্যটি গণভোটের। গণভোটে জুলাই সনদ প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা ফ্যাসিবাদের যে সিস্টেম পরিবর্তন করতে চেয়েছিলাম, তা এই ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সম্ভব হবে। গণভোটে ‘না’ জয়যুক্ত হলে আগের ব্যবস্থাই বহাল থাকবে। সেক্ষেত্রে সরকার পরিবর্তন হলেও রাষ্ট্র ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। সবচেয়ে ভালো মানুষটিকেও সরকারে বসালে তিনি দেশের কোনো পরিবর্তন করতে পারবেন না, যদি না সিস্টেম বদলায়।
কিছু রাজনৈতিক দল পরোক্ষভাবে ‘না’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে উল্লেখ করে নাহিদ বলেন, যারা ‘না’ ভোটের পক্ষে থাকবে, তারা জনগণের বিপক্ষে চলে যাবে এবং নির্বাচনেও জয়ী হতে পারবে না। নির্বাচনে জিততে হলে সংস্কার ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে।
বিভিন্ন দলের দেওয়া ‘কার্ড’ সুবিধা নিয়ে প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, আয়ের উৎস না দেখিয়ে যারা কার্ডের মাধ্যমে সুবিধা দেওয়ার কথা বলছেন, তাদের এই প্রক্রিয়ায় জনগণের ওপর ভ্যাটের বোঝা বাড়বে। রাষ্ট্রীয় অর্থের দলীয়করণ ও দুর্নীতি হবে। ২০০৮ সালে ১০ টাকা কেজি চালের কথা বলে যেভাবে দেশ ছারখার করা হয়েছিল, এবার সস্তা স্লোগানে মানুষকে আকৃষ্ট করা যাবে না। জনগণ ১৬ বছর পর ভোট দিচ্ছে, তারা এবার সচেতন।
নাহিদ ইসলাম আরও বলেন, আমরা হাসিনামুক্ত নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত চাই। এই নির্বাচনে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে হাসিনার ব্যবস্থাই থেকে যাবে। এনসিপি এবং ১১ দলীয় জোট নির্বাচনের দিন পর্যন্ত সংস্কার ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়ে যাবে।

প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ২২ জানুয়ারির আগে মাঠে বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের প্রচারণা না চালানোর জন্য সতর্ক করেছে বিএনপি জোটের শরিক দলটি।
৩১ মিনিট আগে
রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
সংবিধানে উদ্ধৃতি দিয়ে বিএনপি বলছে, সংশ্লিষ্ট ব্যক্তি যদি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেন, তবে নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। অতএব এ বিষয়ে অতিরিক্ত ব্যাখ্যা বা জটিলতা সৃষ্টি না করে নির্বাচনকে আরও প্রতিযোগিতামূলক করা উচিত।
২ ঘণ্টা আগে
মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘তরুণদের মধ্যে একটি অংশ ভাবছে, আমি যদি একটি বড় রাজনৈতিক দলের সাপোর্ট না পাই তাহলে আমি তো নির্বাচিত হতে পারবো না। কারণ, নির্বাচন মানে প্রত্যেক কেন্দ্রে আপনাকে এজেন্ট দিতে হবে। নির্বাচন মানে প্রত্যেক কেন্দ্রে আপনার ভোটার পাহারা দেওয়া ও প্রথাগত পদ্ধতিগুলোতে অংশ নেওয়া।
৫ ঘণ্টা আগে