leadT1ad

দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইসির নমনীয় অবস্থান চায় বিএনপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ২২: ১০
ইসির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্ট্রিম ছবি

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে নমনীয় অবস্থান নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংবিধানে উদ্ধৃতি দিয়ে বিএনপি বলছে, সংশ্লিষ্ট ব্যক্তি যদি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেন, তবে নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। অতএব এ বিষয়ে অতিরিক্ত ব্যাখ্যা বা জটিলতা সৃষ্টি না করে নির্বাচনকে আরও প্রতিযোগিতামূলক করা উচিত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ অবস্থান তুলে ধরে বিএনপির প্রতিনিধি দল। পাঁচ সদস্যের এ দলে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

পরে নজরুল ইসলাম খান বলেন, সংবিধান অনুযায়ী কেউ যদি অন্য দেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন, তাহলে তাঁর নির্বাচনে অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই। মনোনয়নপত্রের সঙ্গে নাগরিকত্ব সংক্রান্ত আলাদা কোনো প্রত্যয়নপত্র বা নথি জমা দেওয়ার বাধ্যবাধকতাও নেই। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, কিছু ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তারা এই বিষয়কে ‘অজুহাত’ হিসেবে ব্যবহার করে প্রার্থিতা বাতিল করছেন। আপিল পর্যায়েও কিছু প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এতে শুধু বিএনপি নয়, অন্যান্য দলের প্রার্থীরাও সমস্যায় পড়ছেন বলে বৈঠকে জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর দুজন প্রার্থীর প্রার্থিতা বাতিলের ঘটনাও উদ্বেগ সৃষ্টি করেছে। আইন সবার জন্য সমান হতে হবে। দলভেদে ভিন্ন বিবেচনার কোনো সুযোগ নেই।

দ্বৈত নাগরিকত্ব নেওয়ার পরিস্থিতির উল্লেখ করতে গিয়ে নজরুল ইসলাম খান বলেন, গত ১৫-১৬ বছরের দুঃশাসনের সময়ে বহু রাজনৈতিক নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থী বাধ্য হয়ে দেশের বাইরে অবস্থান করেছিলেন এবং পরিস্থিতির কারণে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন। পরবর্তীতে তারা সেই নাগরিকত্ব ত্যাগ করে দেশে ফিরে এসেছেন। সংবিধান যেখানে তাদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার দিয়েছে, সেখানে প্রশাসনিক ব্যাখ্যা দিয়ে সেই অধিকার খর্ব করা হলে তা গুরুতর অন্যায় হবে; নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপির পক্ষ থেকে ইসিকে অনুরোধ করা হয়েছে, যেন দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সংবিধান ও প্রচলিত আইনের বাইরে গিয়ে জটিল করা না হয়।

পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ

আসন্ন সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটে প্রতীক ও নামের বিন্যাসে ‘কৌশলগত পক্ষপাত’ রয়েছে বলে অভিযোগ তুলেছেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘কেউ কেউ মনে করতে পারেন এটা ঘটনাক্রমে হয়েছে, কিন্তু আমরা বলছি—এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।’

ব্যালট পেপারে পাঁচটি কলাম ও ১৪টি সারি রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে তিনটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে এসেছে। অথচ বিএনপির প্রতীকটি মাঝখানে এমনভাবে রাখা হয়েছে, কাগজ ভাঁজ করলে সেটা ভালো করে নজরেই পড়ে না।

প্রতীক বিন্যাসের দায়িত্বে থাকা ইসির কর্মকর্তাদের দায়ী করে বিএনপির এ নেতা বলেন, ‘আপনারা যদি পাঁচটা না করে ছয়টা কলাম করতেন বা ১৪টার জায়গায় ১২টা বা ১৬টা সারি করতেন, তাহলে এই বিন্যাস হতো না। কাজেই এটা পরিকল্পিতভাবে করা হয়েছে বলেই আমরা মনে করি।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত