leadT1ad

৫৪ বছর ভোট নিয়ে সংকটে ঘুরপাক খাচ্ছি: জোনায়েদ সাকি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৪
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সুটকিকান্দি এলাকায় মাথাল মার্কার এ প্রার্থী নির্বাচনী জনসভা জুনায়েদ সাকি। সংগৃহীত ছবি

বাংলাদশে যদি কেউ কোনো দিক থেকে ভোটব্যবস্থাকে কালিমালিপ্ত করতে চায় বা নস্যাৎ করতে চায়, সেটা বাংলাদেশের মানুষ মানবে না। বাংলাদেশের জন্য ভোট এতটাই গুরুত্বপূর্ণ; এতবড় একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে, এত লক্ষ মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য।

উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সুটকিকান্দি এলাকায় নির্বাচনী জনসভা ও গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বিএনপি জোটের মাথাল মার্কা নিয়ে নির্বাচন করা এ প্রার্থী বলেন, ‘হাজারো তরুণের রক্তের জুলাই অভ্যুত্থান, এই রক্তের ঋণ; আমাদের জায়গাটা হচ্ছে যে ভোটাধিকার প্রতিষ্ঠা করা। ফলে আমরা মানুষের ভোটে জিততে চাই। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করাও আমাদের একটা লড়াই। যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা বাংলাদেশের বিরোধীতা করছে।’

জুনায়েদ সাকি বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা শুরু থেকেই নানা কথা শুনেছি। একটা পর্যায়ে আমরা বুঝতে পারছিলাম যে নির্বাচনকে একটা বিপরীত দিকে দাঁড় করানোর চেষ্টা চলছে। আমরা যারা বিচার এবং সংস্কার চেয়েছি, আমরা বলেছি নির্বাচন তার গুরুত্বপূর্ণ অংশ। সংস্কার করবেন কিন্তু নির্বাচন ছাড়া সেটা কীভাবে করবেন? গণভোট ছাড়া, জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কার করতে পারব? সংবিধান বদলে ফেলতে পারব? সংবিধান যদি বদলই না করতে পারি তাহলে সংস্কারটা হবে কীভাবে? সংস্কারের জন্য নির্বাচন যেখানে অপরিহার্য, সেখানে নির্বাচনকে মুখোমুখি দাঁড় করার চেষ্টা আমরা বহুদিন ধরে দেখেছি।’

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকিসহ ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৬৭৪ জন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত