leadT1ad

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ গেল মৌলভীবাজার বিএনপির ১১ নেতার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মৌলভীবাজার

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৭: ০৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংগৃহীত ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের ১১ নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি। মৌলভীবাজার-৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল ও কমলগঞ্জের এই নেতাদের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন—শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য ফয়সাল আহমেদ, মীর এম এ সালাম, টিটু দাস, নজরুল ইসলাম, টমাস আহমেদ ও আলকাছ মিয়া; কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল এবং কমলগঞ্জ পৌর বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ।

দলীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গত ১৯ জানুয়ারি একই অভিযোগে আরও ১০ জন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীকে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত