leadT1ad

তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে যাবেন, ভোটের হিসাব বুঝে ঘরে ফিরবেন: তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

ফেনীর পাইলট স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রের সামনে ফজরের নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নামাজ শেষে সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। একদম ভোটের হিসাবনিকাশ বুঝে ঘরে ফিরবেন।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেনীর পাইলট স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য শেষে ফেনী আসেন তিনি।

জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, এবার ভোটের দিন যারা যারা তাহাজ্জুদ নামাজ পড়েন না, তাদেরও উঠতে হবে। যারা তাহাজ্জুদ পড়েন, তারা তো পড়েনই। তাহাজ্জুদ ঘরে পড়ে যার যার ভোটকেন্দ্রে যাবেন। ওখানে ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন।

সতর্ক করে তিনি বলেন, বিগত ১৫ বছর আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন দেশ যখন গণতন্ত্রের পথে চলা শুরু হয়েছে, তখন একটি মহল ষড়যন্ত্র করছে। আপনাদের সবাইকে অনুরোধ– চোখকান খোলা রাখবেন, যাতে আবার কেউ আপনার ভোটাধিকার ও কথা বলার অধিকার ষড়যন্ত্র করে কেড়ে নিতে না পারে।

তারেক রহমান বলেন, জনগণের সঠিক সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা ঐক্যবদ্ধ থাকলে, আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গঠনে কাজ শুরু করতে পারব। রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। তাতে জনগণের কি কোনো লাভ হবে? জনগণের লাভ তখনই হবে, যখন পরিকল্পিতভাবে খাল খনন করতে পারব, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। লাভ হবে যখন আমরা রাস্তাঘাট, ব্যবসা-বাণিজ্যসহ আইনশৃঙ্খলা ঠিক রাখতে পারব।

ফেনীর পাইলট স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল
ফেনীর পাইলট স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরব, আমাদের পরিকল্পনা যখন বাস্তবায়ন করব, তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। সব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে হবে।

এ সময় ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার। ইনশাআল্লাহ আমরা মেডিকেল কলেজ করব। একইসঙ্গে আপনারা যাতে চিকিৎসা সুবিধা পান, সেজন্য গ্রামে গ্রামে স্বাস্থ্যকর্মী দিতে চাই।’

২০২৪ সালে ফেনীর ভয়াবহ বন্যার কথা স্মরণ করে তিনি বলেন, ফেনী অঞ্চলে বন্যা হলো। বহু মানুষের ঘরবাড়ি, ফসল, গবাদি পশু, হাঁস-মুরগি নষ্ট হলো। বহু তরুণ আছে, যুবসমাজের, অনেকের চাকরিবাকরি, কর্মসংস্থানের ব্যবস্থা নেই। চাকরিবাকরি কর্মসংস্থান করতে চাই। চট্টগ্রামে ইপিজেড আছে, ফেনী অঞ্চলেও ইপিজেড করতে চাই।

বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, এই অঞ্চল কিন্তু আমার নানাবাড়ি। তাই আমি কিন্তু রাগ করতে পারি। নানাবাড়ির প্রতি আবদার আছে। তিনি আরও বলেন, এটি খালেদা জিয়ার এলাকা, খালেদা জিয়া এই এলাকার সন্তান, এই এলাকার মেয়ে। ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে। আমি মনে করি, এই এলাকার সবাই তাদের এলাকার সন্তান খালেদা জিয়ার সম্মান সর্বোচ্চ আসনে তুলে ধরবেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত