leadT1ad

নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলির ঘটনা ঘটেনি: এনসিপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

নাহিদ ইসলাম। ছবি : আশরাফুল আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলামের কোনো নির্বাচনী অফিস বা রাজনৈতিক অফিসে কোনো গুলির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দলটি।

বুধবার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলির ঘটনা ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গুলির ঘটনা ঘটেনি বলে গণমাধ্যমকে জানিয়েছে দলটি।

এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম এক বার্তায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। গণমাধ্যমে দেওয়া বার্তায় বলা হয়েছে, গতকাল বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। তবে এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়।

এনসিপি দাবি করেছে, ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই।

Ad 300x250

সম্পর্কিত