leadT1ad

বনের খাবার রেখে চা, চিপস,বিস্কুট, কলা খাচ্ছে বানর

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪: ১১

মৌলভীবাজারের লাউয়াছড়ায় পর্যটকদের কাছে খাবারের খোঁজে ভিড় করছে বানরের দল। জাতীয় উদ্যানে খাদ্যসংকট থাকায় প্রায়ই লোকালয়ে বের হয়ে আসছে বন্য প্রাণীরা। বেড়েছে দলছুট বানরের উৎপাত। অনেকসময় এসব বানর মানুষের ঘরবাড়ি ও দোকানপাটে আক্রমণ করছে। শহরে প্রায়ই দলছুট বানর দেখা যাচ্ছে। এরা বিভিন্ন দোকানে গিয়ে চিপসসহ বিভিন্ন খাবারের প্যাকেট নিয়ে পালিয়ে যাচ্ছে। পর্যটকরা বানরদের খাবার দিচ্ছে এমন দৃশ্যও দেখা যাচ্ছে প্রায়শই।

Ad 300x250

সম্পর্কিত