leadT1ad

নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ প্রতিবাদ

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

মব ভায়োলেন্স ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর উপর্যুপরি হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক ও রাজনীতিবিদরা। ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক সভায় তারা এই গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। এখন রুখে দাঁড়ানোর সময় এসেছে।’ উপদেষ্টা নাহিদ ইসলাম হামলাকারীদের কৌশলের সমালোচনা করে বলেন, ‘যারা প্রথম আলো-ডেইলি স্টারসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা করেছে, তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগানগুলোকেই ব্যবহার করেছে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘গণমাধ্যমের ওপর যেকোনো হামলা আসলে গণতন্ত্রের ওপর হামলা। একটি ফ্যাসিবাদকে আমরা ক্ষমতাচ্যুত করেছি, কিন্তু ব্যবস্থা এখনো বদলায়নি।’ টিআইবি প্রধান ইফতেখারুজ্জামান মনে করেন, ‘রাষ্ট্রকাঠামোর কেন্দ্রস্থলে মবতন্ত্র ঢুকেছে।’

সভায় এ কে আজাদ এবং অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যও নাগরিকদের নিরাপত্তার অভাব ও ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান। বক্তাদের মতে, দেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে—গন্তব্য ফ্যাসিবাদ নাকি গণতন্ত্র, তা নির্ধারণের সময় এখনই।

Ad 300x250

সম্পর্কিত