জাকসু নির্বাচনকালে শিক্ষকের প্রয়াণ
শুক্রবার দুপুর ১টা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের মুখে তখন শোকের ছাপ। তাঁদের শিক্ষক, তাঁদের প্রিয় জান্নাতুল ফেরদৌস আর নেই। তাঁর মরদেহ আনা হয়েছে এখানে। শিক্ষার্থীদের তখন চোখে অশ্রু আর গলা হয়ে এসেছে ভারী ।