পৃথিবীর খুব সুন্দর একটি দেশ আইসল্যান্ড। নাম শুনলে মনে হতে পারে আইসল্যান্ড বরফে ঘেরা শীতপ্রধান দেশ। কিন্তু বাস্তবে দেশটা ততটা ঠাণ্ডা নয়, বরং প্রায়শই স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে সেখানে। আইসল্যান্ডের তিন চতুর্থাংশ স্থান রুক্ষ হওয়ায় কোন বনাঞ্চল নেই। তবুও দেশটির প্রকৃতি যে কাউকে মুগ্ধ করবে।