জাতীয় চিড়িয়াখানাসঙ্গীহীন বন্দিজীবন ১৬ প্রজাতির প্রাণীরবনের কোলাহল নেই, নেই কোনো সঙ্গী। ইট-পাথরের রাজধানীতে জাতীয় চিড়িয়াখানার খাঁচায় একাকী দিন পার করছে আফ্রিকান গন্ডার, ক্যাঙ্গারু, কেশোয়ারি ও উল্লুকসহ অন্তত ১৬ প্রজাতির প্রাণী। আইনের স্পষ্ট বাধ্যবাধকতা থাকলেও বছরের পর বছর ধরে এসব প্রাণীকে সঙ্গীহীন অবস্থায় রাখা হয়েছে।