
.png)

চার ঘণ্টার দীর্ঘ গভীর আধ্যাত্মিক পালাগান থেকে ৩০ সেকেন্ডের এডিটেড ভিডিওতে নামিয়ে এনে একজন বাউল আবুল সরকারকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করানো হলো, তা কি কেবল ধর্মীয় বিতর্ক? নাকি এটা এক ভয়ানক ‘প্রযুক্তিগত সন্ত্রাস’?

আবুল সরকার পালাগান করেছিলেন। তিন ঘণ্টার এই পালার বিষয় ছিল ‘জীব বনাম পরম’। পালাগান হচ্ছে পাল্টাপাল্টি গান। দুটি চরিত্রের মধ্যে গানে গানে বিতর্ক হয়। জগতের গুরুত্বপূর্ণ দার্শনিক ও ধর্মতাত্ত্বিক তর্কগুলো লোকায়ত সমাজে আলোচনা করার এটিই পাটাতন। যুগে যুগে।