
.png)

ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামীকাল রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভূমিকম্পে ভবনের রেলিং পড়ে মারা যাওয়া লক্ষ্মীপুরের ব্যবসায়ী আবদুর রহিম (৪৮) ও তাঁর ছেলে আবদুল আজিজ রিমনের (১২) দাফন হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদরের বশিকপুর ইউনিয়নের আস-সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হাজি আবদুর রহিম (৪৭)। রাজধানীর পুরোনো ঢাকার কাপড়ের ব্যবসায়ী। পরিবার নিয়ে বসবাস পুরোনো ঢাকার সুরিটোলায়।

রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প
রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাতস্কা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগর জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জাপান, হাওয়াই দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের কিছু অংশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।