স্ট্রিম সংবাদদাতা

ভূমিকম্পে ভবনের রেলিং পড়ে মারা যাওয়া লক্ষ্মীপুরের ব্যবসায়ী আবদুর রহিম (৪৮) ও তাঁর ছেলে আবদুল আজিজ রিমনের (১২) দাফন হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদরের বশিকপুর ইউনিয়নের আস-সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাজধানীর পুরোনো ঢাকার বংশালের কসাইটুলীতে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) মারা যান বাবা ও ছেলে। শনিবার ভোরে মরদেহ গ্রামের বাড়ি পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। জানাজায় হাজারো মানুষ অংশ নেন।
আবদুর রহিম রাজধানীর সদরঘাটে কাপড়ের ব্যবসা করতেন। তিনি পুরোনো ঢাকার সুরিটোলায় স্ত্রী, তিন ছেলে ও একমাত্র মেয়ে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার মেজো ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া রিমনকে নিয়ে বাজার করে ফেরার পথে সাত তলা ভবনের ছাদের রেলিং ভেঙে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

অন্যদিকে একই ঘটনায় মারা যাওয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফির দাফন হয়েছে বগুড়ায়। জোহর নামাজের পর বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা হয়। সেখানে বাবা ওসমান গনি ছেলের মাগফেরাত কামরা করে সবার কাছে দোয়া চান। পরে নামাজগড় কবরস্থানে রাফিকে দাফন করা হয়।
এর আগে শনিবার সকালে রাফির মরদেহ নিজ বাড়ি বগুড়া শহরের সূত্রাপুর পৌঁছালে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। রাফির সঙ্গে আরেকটি অ্যাম্বুলেন্সে তাঁর আহত মা নুসরাত বেগমকেও বগুড়ায় আনা হয়। মাথায় একাধিক আঘাত পাওয়ায় তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক। নুসরাতকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাকে জানিয়েই রাফিকে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্পে ভবনের রেলিং পড়ে মারা যাওয়া লক্ষ্মীপুরের ব্যবসায়ী আবদুর রহিম (৪৮) ও তাঁর ছেলে আবদুল আজিজ রিমনের (১২) দাফন হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদরের বশিকপুর ইউনিয়নের আস-সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাজধানীর পুরোনো ঢাকার বংশালের কসাইটুলীতে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) মারা যান বাবা ও ছেলে। শনিবার ভোরে মরদেহ গ্রামের বাড়ি পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। জানাজায় হাজারো মানুষ অংশ নেন।
আবদুর রহিম রাজধানীর সদরঘাটে কাপড়ের ব্যবসা করতেন। তিনি পুরোনো ঢাকার সুরিটোলায় স্ত্রী, তিন ছেলে ও একমাত্র মেয়ে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার মেজো ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া রিমনকে নিয়ে বাজার করে ফেরার পথে সাত তলা ভবনের ছাদের রেলিং ভেঙে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

অন্যদিকে একই ঘটনায় মারা যাওয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফির দাফন হয়েছে বগুড়ায়। জোহর নামাজের পর বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা হয়। সেখানে বাবা ওসমান গনি ছেলের মাগফেরাত কামরা করে সবার কাছে দোয়া চান। পরে নামাজগড় কবরস্থানে রাফিকে দাফন করা হয়।
এর আগে শনিবার সকালে রাফির মরদেহ নিজ বাড়ি বগুড়া শহরের সূত্রাপুর পৌঁছালে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। রাফির সঙ্গে আরেকটি অ্যাম্বুলেন্সে তাঁর আহত মা নুসরাত বেগমকেও বগুড়ায় আনা হয়। মাথায় একাধিক আঘাত পাওয়ায় তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক। নুসরাতকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাকে জানিয়েই রাফিকে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর পর পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে স্থানীয় উত্তেজিত জনতা। গত রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পোল্লাপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) অবরুদ্ধ করে রাখা হয়।
৪ মিনিট আগে
দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা নিবন্ধিত ভোটার– এই তিন শ্রেণির মানুষের হাতে সোমবার থেকে পোস্টাল ব্যালট দেওয়া হচ্ছে।
৩৪ মিনিট আগে
গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের দক্ষিণ-পূর্ব কোনায় প্রায় ৩০ জন কিশোর-তরুণ সারিতে দাঁড়িয়ে কান ধরে উঠবস করছেন। তাঁদের সামনে একটি লাঠি হাতে দাঁড়িয়ে আছেন সর্বমিত্র চাকমা।
১ ঘণ্টা আগে
ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় দেশের ১০০টি উপজেলায় ‘উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে।
১ ঘণ্টা আগে