leadT1ad

৩১ ডিসেম্বরের বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫: ৪২
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সংগৃহীত ছবি

আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠেয় অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে সই করেছেন জুনিয়র বৃত্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার।

এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষার ৩১ ডিসেম্বরের পরীক্ষাটি স্থগিত করা হলো।

স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ৫ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত