leadT1ad

দাভোস সম্মেলনে কারা থাকছেন, কারা থাকছেন না

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

পাঁচ দিনব্যাপী এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের প্রায় ৩ হাজার শীর্ষ ব্যক্তিত্ব। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেই সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৫৬তম বার্ষিক সম্মেলন। সোমবার (১৯ জানুয়ারি) শুরু হওয়া এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে, ‘সংলাপের চেতনা’ বা ‘এ স্পিরিট অব ডায়ালগ’।

আল-জাজিরার প্রতিবেদন মতে, পাঁচ দিনব্যাপী এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের রাজনীতি, ব্যবসা ও নাগরিক সমাজের প্রায় ৩ হাজার শীর্ষ ব্যক্তিত্ব।

কারা থাকছেন

আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে ৬০ জন সরকারপ্রধানসহ রেকর্ড ৪০০ রাজনৈতিক নেতা ও ৮৫০ জন শীর্ষ নির্বাহী (সিইও) অংশ নিচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার সম্মেলনে ভাষণ দেবেন। এছাড়া গাজা নিয়ে তাঁর ‘বোর্ড অব পিস’-এর একটি বৈঠক করারও পরিকল্পনা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ শীর্ষ উপদেষ্টারাও থাকবেন।

সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্মেলনে অংশ নিচ্ছেন।

এ ছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি এবং চীনের ভাইস প্রিমিয়ার হি লিফেংও থাকছেন এবারের সম্মেলনে।

প্রযুক্তি খাতের টাইটানদের মধ্যে এনভিডিয়ার জেনসেন হুয়াং, মাইক্রোসফটের সত্য নাদেলা ও গুগল ডিপমাইন্ডের ডেমিস হাসাবিস রয়েছেন। আন্তর্জাতিক সংস্থার মধ্যে ন্যাটো মহাসচিব মার্ক রুটে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালা উপস্থিত থাকছেন। এছাড়াও জেপি মর্গানের সিইও জেমি ডিমন ও ওপেনএআই-এর সিএফও সারাহ ফ্রায়ারও সম্মেলনে অংশ নিচ্ছেন।

তবে গাজায় গণহত্যার অভিযোগ থাকা সত্ত্বেও ইসরায়েলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সম্মেলনে প্রতিনিধিত্ব করছেন।

কারা থাকছেন না

ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণহানির ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে শেষ মুহূর্তে সম্মেলনে যোগ না দিতে বলা হয়েছে। ডব্লিউইএফ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইরানের প্রতিনিধিত্ব করা সঠিক হবে না।

মোজাম্বিকের প্রেসিডেন্ট ড্যানিয়েল চাপো দেশে ভয়াবহ বন্যার কারণে সফর বাতিল করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এবার দাভোসে আসছেন না। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও থাকছেন না। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগাম নির্বাচনের কারণে দেশে অবস্থান করছেন। তবে এই দেশগুলোর শক্তিশালী প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছে।

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদের জেরে ডেনমার্কের কোনো সরকারি প্রতিনিধি যোগ দিচ্ছেন না। স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যুর ঘটনায় সফর বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এছাড়া ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবও এবারের সম্মেলনে থাকবেন না।

Ad 300x250

সম্পর্কিত