leadT1ad

যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ইউরোপের সার্বভৌমত্বে আঘাত হানছে: মাখোঁ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ২০: ৫৭
সুইজারল্যান্ডের দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কথা বলছেন ইমানুয়েল মাখোঁ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ইউরোপের রপ্তানি স্বার্থ ক্ষুণ্ন করছে এবং আঞ্চলিক সার্বভৌমত্বের ওপর আঘাত হানছে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি অভিযোগ করেছেন, ওয়াশিংটন কার্যত ইউরোপকে ‘দুর্বল ও অধীনস্ত’ করার চেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি এসব কথা বলেন। গ্রিনল্যান্ড কেনা ও শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মাখোঁ এই মন্তব্য করলেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ‘মৌলিকভাবে অগ্রহণযোগ্য’। চীন ও যুক্তরাষ্ট্র যখন প্রতিযোগিতার নিয়ম মানছে না, তখন ইউরোপের উচিত নিজের অর্থনীতি রক্ষায় কঠোর হওয়া। তিনি ইউরোপকে ‘অ্যান্টি-কোয়ারসন ইনস্ট্রুমেন্ট’ বা জবরদস্তিবিরোধী ব্যবস্থা ব্যবহারে দ্বিধা না করার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি ডেনমার্কের পাশে থাকার ঘোষণা দিয়ে মাখোঁ বলেন, ইউরোপ নৈতিকতার পাশাপাশি কৌশলগত স্বায়ত্তশাসনও বজায় রাখবে।

এর কয়েক ঘণ্টা আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্প যদি আটটি ইউরোপীয় দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন, তবে ইইউ ‘দৃঢ়, ঐক্যবদ্ধ ও সমানুপাতিক’ জবাব দেবে।

এদিকে গ্রিনল্যান্ড কেনার দাবিতে অনড় ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় সেখানে মার্কিন পতাকা ওড়ানোর একটি এআই জেনারেটেড ছবি পোস্ট করেছেন। তিনি মাখোঁর পাঠানো ব্যক্তিগত বার্তাও ফাঁস করেছেন, যেখানে ফরাসি প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের পদক্ষেপের কারণ জানতে চেয়েছিলেন।

উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাসেলসে জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা। ট্রাম্প তাঁর হুমকি বাস্তবায়ন করলে ইউরোপ কীভাবে এগোবে, তা নিয়ে সেখানে একটি অভিন্ন অবস্থান তৈরির চেষ্টা করা হবে। যদিও বাণিজ্যিক ‘বাজুকা’ বা কঠোর ব্যবস্থা প্রয়োগ নিয়ে ইইউর ভেতরে এখনো মতভেদ রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত