স্ট্রিম প্রতিবেদক

প্রথম আলো ভবনে হামলার ঘটনাটি পরিকল্পিত এবং স্বার্থান্বেষী মহল সংগঠিত হয়ে এ আক্রমণ চালিয়েছে। আগামী জাতীয় নির্বাচন পথভ্রষ্ট করা ও আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে বৃহস্পতিবার রাতে এ হামলা করা হয় বলে অভিযোগ করেছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।
শুক্রবার রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ের বাইরে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
সাজ্জাদ শরিফ বলেন, ‘আমাদের সংবাদকর্মীরা পত্রিকার জন্য ও অনলাইনের জন্য কাজ করছিল, তখন এ হামলার ঘটনা ঘটে। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে শরিফ ওসমান হাদির দুঃখজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে একটি স্বার্থানেষী মহল এই সংগঠিত আক্রমণ চালিয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের সাংবাদিকরা জীবনের ঝুঁকিতে ছিলেন, প্রচণ্ড নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন। তাঁরা বাধ্য হয়ে পত্রিকা প্রকাশ না করে অফিসের কাজ অসমাপ্ত রেখে চলে যান। গত ২৭ বছরে প্রথম আলো প্রতিষ্ঠার পর এই প্রথম আজকে আমাদের পত্রিকা প্রকাশিত হয়নি। আমাদের অনলাইনও বন্ধ আছে কাল রাত থেকে।’
প্রথম আলোর নির্বাহী সম্পাদক বলেন, ‘বাংলাদেশের বাকস্বাধীনতা, ভিন্নমতের প্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর একটি কঠিন আক্রমণ করা হয়েছে। শুধু প্রথম আলোর ওপর নয়, একইসঙ্গে ডেইলি স্টারে আক্রমণ হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা খুব সুস্পষ্টভাবে বলতে চাই, এটি একটি কালো দিন, সংবাদমাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে নেতিবাচক করে তোলার জন্য ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য ঘটনাটি ঘটানো হয়েছে।’
হামলার প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে সাজ্জাদ শরিফ আরো বলেন, ‘আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই সুষ্ঠু তদন্ত হোক, যাঁরা দোষী ব্যক্তি তাদের খুঁজে বের করা হোক এবং তাঁদের বাংলাদেশের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা নাগরিক সমাজকে আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি।’

প্রথম আলো ভবনে হামলার ঘটনাটি পরিকল্পিত এবং স্বার্থান্বেষী মহল সংগঠিত হয়ে এ আক্রমণ চালিয়েছে। আগামী জাতীয় নির্বাচন পথভ্রষ্ট করা ও আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে বৃহস্পতিবার রাতে এ হামলা করা হয় বলে অভিযোগ করেছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।
শুক্রবার রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ের বাইরে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
সাজ্জাদ শরিফ বলেন, ‘আমাদের সংবাদকর্মীরা পত্রিকার জন্য ও অনলাইনের জন্য কাজ করছিল, তখন এ হামলার ঘটনা ঘটে। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে শরিফ ওসমান হাদির দুঃখজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে একটি স্বার্থানেষী মহল এই সংগঠিত আক্রমণ চালিয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের সাংবাদিকরা জীবনের ঝুঁকিতে ছিলেন, প্রচণ্ড নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন। তাঁরা বাধ্য হয়ে পত্রিকা প্রকাশ না করে অফিসের কাজ অসমাপ্ত রেখে চলে যান। গত ২৭ বছরে প্রথম আলো প্রতিষ্ঠার পর এই প্রথম আজকে আমাদের পত্রিকা প্রকাশিত হয়নি। আমাদের অনলাইনও বন্ধ আছে কাল রাত থেকে।’
প্রথম আলোর নির্বাহী সম্পাদক বলেন, ‘বাংলাদেশের বাকস্বাধীনতা, ভিন্নমতের প্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর একটি কঠিন আক্রমণ করা হয়েছে। শুধু প্রথম আলোর ওপর নয়, একইসঙ্গে ডেইলি স্টারে আক্রমণ হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা খুব সুস্পষ্টভাবে বলতে চাই, এটি একটি কালো দিন, সংবাদমাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে নেতিবাচক করে তোলার জন্য ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য ঘটনাটি ঘটানো হয়েছে।’
হামলার প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে সাজ্জাদ শরিফ আরো বলেন, ‘আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই সুষ্ঠু তদন্ত হোক, যাঁরা দোষী ব্যক্তি তাদের খুঁজে বের করা হোক এবং তাঁদের বাংলাদেশের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা নাগরিক সমাজকে আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি।’

সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হেনস্তা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউটাব)।
৩৩ মিনিট আগে
সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি (বিজি-৫৮৫) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা পেজে এ সতর্কবার্তা জারি করা হয়।
২ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-৫৮৫) ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বেলা ৪টা ৩ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে।
২ ঘণ্টা আগে