স্ট্রিম প্রতিবেদক

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে প্রথমার্ধে ৩৬টি আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৮ জন।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব আপিল নিষ্পত্তি করে ইসি। এর মাঝে আধা ঘণ্টার বিরতি ছিল।
ইসি জানায়, এখন পর্যন্ত ৩৬টি শুনানি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৮টি মঞ্জুর ও ৫টি নামঞ্জুর হয়েছে। দুটি শুনানিতে প্রার্থীরা অনুপস্থিত ছিলেন এবং একটি শুনানি দিনের শেষে পুনশুনানির জন্য রাখা হয়েছে।
নামঞ্জুর হওয়া ৫টি আপিলের মধ্যে একটি ছিল বৈধ প্রার্থীর বিরুদ্ধে, যা কমিশন খারিজ করে দিয়েছে। বাতিল হওয়া ৫টি আপিলের মধ্যে তিনটি ছিল স্বতন্ত্র প্রার্থীর। এ ছাড়া ঋণখেলাপী হওয়ার কারণে গণঅধিকার পরিষদের চট্টগ্রাম-৩ আসনের প্রার্থী মিজানুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এদিকে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুল মতিনের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার করা আপিল নামঞ্জুর করেছে ইসি। ফলে আব্দুল মতিনের মনোনয়ন বৈধ থাকল।
এ ছাড়া নির্বাচন কমিশনের দাপ্তরিক ভুলের কারণে আগে বাতিল হওয়া সিপিবির সব প্রার্থীর প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে ইসি।
গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানিতে মোট ৭১টি আপিল আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৫৩টি মঞ্জুর এবং ১৭টি নামঞ্জুর হয়।
আজ দুপুর পর্যন্ত সব মিলিয়ে মোট ২৩২ জন তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জনের আবেদন অবৈধ ঘোষিত হয়েছিল। এর মধ্যে ৬৪৫ জন আপিল করেছেন। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে। প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে প্রথমার্ধে ৩৬টি আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৮ জন।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব আপিল নিষ্পত্তি করে ইসি। এর মাঝে আধা ঘণ্টার বিরতি ছিল।
ইসি জানায়, এখন পর্যন্ত ৩৬টি শুনানি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৮টি মঞ্জুর ও ৫টি নামঞ্জুর হয়েছে। দুটি শুনানিতে প্রার্থীরা অনুপস্থিত ছিলেন এবং একটি শুনানি দিনের শেষে পুনশুনানির জন্য রাখা হয়েছে।
নামঞ্জুর হওয়া ৫টি আপিলের মধ্যে একটি ছিল বৈধ প্রার্থীর বিরুদ্ধে, যা কমিশন খারিজ করে দিয়েছে। বাতিল হওয়া ৫টি আপিলের মধ্যে তিনটি ছিল স্বতন্ত্র প্রার্থীর। এ ছাড়া ঋণখেলাপী হওয়ার কারণে গণঅধিকার পরিষদের চট্টগ্রাম-৩ আসনের প্রার্থী মিজানুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এদিকে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুল মতিনের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার করা আপিল নামঞ্জুর করেছে ইসি। ফলে আব্দুল মতিনের মনোনয়ন বৈধ থাকল।
এ ছাড়া নির্বাচন কমিশনের দাপ্তরিক ভুলের কারণে আগে বাতিল হওয়া সিপিবির সব প্রার্থীর প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে ইসি।
গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানিতে মোট ৭১টি আপিল আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৫৩টি মঞ্জুর এবং ১৭টি নামঞ্জুর হয়।
আজ দুপুর পর্যন্ত সব মিলিয়ে মোট ২৩২ জন তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জনের আবেদন অবৈধ ঘোষিত হয়েছিল। এর মধ্যে ৬৪৫ জন আপিল করেছেন। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে। প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ এখনো চলছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করা শিক্ষার্থীরা এখন জড়ো হয়েছেন সায়েন্সল্যাব মোড়ে।
৩৮ মিনিট আগে
নাট্যকার সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের স্মরণে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
১ ঘণ্টা আগে
জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে ইসি।
১ ঘণ্টা আগে