leadT1ad

বিডার ১৪২ সেবা এখন ডিজিটাল, চালু হলো ‘বাংলাবিজ’ প্ল্যাটফর্ম

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২২: ২৭
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সংগৃহীত ছবি

বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ১৪২টি সেবা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে বিনিয়োগ সেবা একীভূত করতে চালু হয়েছে ‘বাংলাবিজ’ নামের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এসব তথ্য জানিয়েছে।

বিডা জানায়, নতুন উদ্যোগের আওতায় এখন থেকে বিদেশে অর্থ প্রেরণ বা রেমিট্যান্স রেপ্যাট্রিয়েশন সেবাও পুরোপুরি অনলাইনে মিলবে। রয়্যালটি, কারিগরি সহায়তা ও ফ্র্যাঞ্চাইজ ফি’র অনুমোদন ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হবে। আগে এটি অফলাইনে থাকলেও এখন আবেদন ও ফি জমা দিয়ে মাত্র ৭ কর্মদিবসেই এই সেবা পাওয়া যাবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, পুরো প্রক্রিয়াটি ডিজিটাল ও পরিবেশবান্ধব করায় বিনিয়োগকারীদের জন্য জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। তিনি জানান, জাইকার সহযোগিতায় তৈরি ‘বাংলাবিজ’ প্ল্যাটফর্মে চলতি মাসেই ২৫টির বেশি সেবা যুক্ত হবে।

এই ডিজিটাল রূপান্তরে কারিগরি সহায়তা দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। যুক্তরাজ্যের এফসিডিও-এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত