leadT1ad

গার্ডিয়ানের ‘আলোচিত বিশ্বের’ ২০ ছবিতে ডেইলি স্টার ভবনের আগুন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১১: ১০
গার্ডিয়ানের ছবিতে ডেইলি স্টার ভবনের আগুন। ছবি: দ্য গার্ডিয়ান

চলতি সপ্তাহে বিশ্বের দেশে ঘটা বিভিন্ন ঘটনা ছবি তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত কয়েকটি ঘটনা ২০টি ছবিতে তুলে ধরে সংবাদমাধ্যমটি। এই ছবিগুলোতে দ্য ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগের একটি ছবিও রয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এই ছবিগুলো প্রকাশ হয়। প্রকাশিত ছবির মধ্যে রয়েছে শিকাগোর অভিবাসনবিরোধী অভিযান, অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ, যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড বন্দুক হামলা, লস এঞ্জেলেসে নির্মাতা-অভিনেতা ও রাজনৈতিক কর্মী রব রেইনের মরদেহ উদ্ধার, মৌরিতানিয়া এবং স্পেনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিবাসন বিরোধী তৎপরতাসহ বেশ কয়েকটি ঘটনা সংশ্লিষ্ট মোট ২০টি ছবি রয়েছে।

এসব ছবির মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুপরবর্তী সহিংসতায় দ্য ডেইলি স্টার পত্রিকা ভবনে অগ্নিসংযোগের একটি ছবি স্থান পায়।

ছবির বর্ণনায় বলা হয়, ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ডেইলি স্টার কার্যালয়ে আগুন দেওয়া হয়। ২০২৪ সালের গণতন্ত্রপন্থী আন্দোলনের তরুণ নেতার মৃত্যুর পর বাংলাদেশের রাজধানীতে সহিংসতা ছড়িয়ে পড়ে। এর আগে তাঁকে হত্যাচেষ্টায় গুলি করা হয়। পরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মারা যান।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১২টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরে ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পত্রিকা দুটির সাংবাদিকদের অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। পরে সেনা, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের সরিয়ে দেয়। এরপর আগুন নিভিয়ে ভবনের ভেতরে আটকা পড়া কর্মীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

Ad 300x250

সম্পর্কিত