leadT1ad

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ডানে) এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্ট্রিম গ্রাফিক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতির একটি মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থার সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা তানজিল হাসান।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন—সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আনিসুল হক, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব এম এ এন ছিদ্দিক, সাবেক অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল এবং সাবেক উপ-সচিব মোহাম্মদ শফিকুল করিম।

এ ছাড়া তালিকায় রয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, মো. আফতাব হোসেন খান, মো. আব্দুস সালাম এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরীসহ তিন পরিচালক।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে একক উৎস ভিত্তিক দরপত্রের মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডকে (সিএনএস) মেঘনা ও গোমতী সেতুর টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। কোনো দরপত্র বা আলোচনার তোয়াক্কা না করে প্রতিষ্ঠানটিকে মোট আদায়কৃত টোলের ১৭ দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ হিসেবে দেওয়ার চুক্তি করা হয়। এর ফলে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগার থেকে ৪৮৯ কোটি টাকার বেশি বিল গ্রহণ করে। অথচ এর আগের মেয়াদে অন্য একটি প্রতিষ্ঠান দিয়ে একই কাজ করাতে সরকারের খরচ হয়েছিল মাত্র ১৫ কোটি টাকার কিছু বেশি।

এ দুর্নীতির অভিযোগে গত ১২ অক্টোবর শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। আজকের আবেদনে দুদক উল্লেখ করে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে এজাহার নামীয় আসামিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাঁরা বিদেশে পালিয়ে গেলে মামলার তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা বাধাগ্রস্ত হতে পারে এবং গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

আদালত দুদকের আবেদন আমলে নিয়ে তদন্তের স্বার্থে অভিযুক্তদের বিদেশ গমনে এই নিষেধাজ্ঞা প্রদান করেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত