স্ট্রিম প্রতিবেদক

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। এসময় কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করলে তার দায় সংশ্লিষ্ট প্রার্থীর ওপরই বর্তাবে। ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই হুঁশিয়ারি দিয়েছেন।
আজ বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে এক মতবিনিময় সভায় তাঁরা এ কথা বলেন। প্রতীক বরাদ্দ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা প্রার্থীদের উদ্দেশে বলেন, আপনাদের কর্মীদের আচরণবিধি সম্পর্কে সচেতন করতে হবে। নির্বাচনি পরিবেশ সুন্দর রাখা কেবল আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়। এ জন্য প্রার্থীদেরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, ‘আগামীকাল থেকে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হবে। আমি আশা করব আপনারা আচরণবিধি মেনে চলবেন। কর্মীদেরও এটি মানতে বলবেন। তারা যদি আচরণবিধি লঙ্ঘন করে, তবে তার দায় প্রার্থীর ওপরই বর্তাবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনী পরিবেশ সুন্দর রাখা কেবল নিরাপত্তা বাহিনীর কাজ নয়। প্রার্থীদেরও এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। তাঁরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন।’
মোহাম্মদপুর থানার উপকমিশনার (ডিসি) জুয়েল রানা বলেন, ‘ঢাকা-১৩ আসনে পুলিশের পক্ষ থেকে দায়িত্বে থাকব আমি। এখানে কাজ করা চ্যালেঞ্জিং হবে। তবে কোনো অনিয়ম হবে না বলে আমি আশ্বস্ত করছি। আমরা এই আসনে কাউকে ছাড় দেব না।’ তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে বলেন, সবাইকে নিয়ে একটি সুন্দর নির্বাচন করতে চাই।
ডিএমপির মিরপুর জোনের উপকমিশনার ফারজিনা নাসরিন জানান, তিনি তাঁর জোন অনুযায়ী ঢাকা-১৫ আসনে নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
ঢাকা-১৫ আসনে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর নাফিসা বলেন, ‘আমরা সার্বক্ষণিক মোতায়েন আছি। আপনাদের নিরাপত্তায় আমরা কাজ করব। তবে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আচরণবিধি মেনে চলবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা মব সৃষ্টি করবেন না। আমরা মিরপুর ইনডোর স্টেডিয়াম ক্যাম্পে আপনাদের নিরাপত্তায় অবস্থান করছি।’
ঢাকা-১৩ আসনে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া বলেন, ‘আসন্ন নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে বলে আমরা প্রত্যাশা করি। তবে পরিবেশ ও নিরাপত্তা ঠিক রাখা কেবল নিরাপত্তা বাহিনীর দায়িত্ব নয়। এখানে প্রার্থীদেরও ভূমিকা রয়েছে। তাঁরা আচরণবিধি মেনে চলবেন বলে আমরা আশা করি। এতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।’

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। এসময় কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করলে তার দায় সংশ্লিষ্ট প্রার্থীর ওপরই বর্তাবে। ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই হুঁশিয়ারি দিয়েছেন।
আজ বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে এক মতবিনিময় সভায় তাঁরা এ কথা বলেন। প্রতীক বরাদ্দ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা প্রার্থীদের উদ্দেশে বলেন, আপনাদের কর্মীদের আচরণবিধি সম্পর্কে সচেতন করতে হবে। নির্বাচনি পরিবেশ সুন্দর রাখা কেবল আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়। এ জন্য প্রার্থীদেরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, ‘আগামীকাল থেকে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হবে। আমি আশা করব আপনারা আচরণবিধি মেনে চলবেন। কর্মীদেরও এটি মানতে বলবেন। তারা যদি আচরণবিধি লঙ্ঘন করে, তবে তার দায় প্রার্থীর ওপরই বর্তাবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনী পরিবেশ সুন্দর রাখা কেবল নিরাপত্তা বাহিনীর কাজ নয়। প্রার্থীদেরও এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। তাঁরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন।’
মোহাম্মদপুর থানার উপকমিশনার (ডিসি) জুয়েল রানা বলেন, ‘ঢাকা-১৩ আসনে পুলিশের পক্ষ থেকে দায়িত্বে থাকব আমি। এখানে কাজ করা চ্যালেঞ্জিং হবে। তবে কোনো অনিয়ম হবে না বলে আমি আশ্বস্ত করছি। আমরা এই আসনে কাউকে ছাড় দেব না।’ তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে বলেন, সবাইকে নিয়ে একটি সুন্দর নির্বাচন করতে চাই।
ডিএমপির মিরপুর জোনের উপকমিশনার ফারজিনা নাসরিন জানান, তিনি তাঁর জোন অনুযায়ী ঢাকা-১৫ আসনে নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
ঢাকা-১৫ আসনে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর নাফিসা বলেন, ‘আমরা সার্বক্ষণিক মোতায়েন আছি। আপনাদের নিরাপত্তায় আমরা কাজ করব। তবে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আচরণবিধি মেনে চলবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা মব সৃষ্টি করবেন না। আমরা মিরপুর ইনডোর স্টেডিয়াম ক্যাম্পে আপনাদের নিরাপত্তায় অবস্থান করছি।’
ঢাকা-১৩ আসনে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া বলেন, ‘আসন্ন নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে বলে আমরা প্রত্যাশা করি। তবে পরিবেশ ও নিরাপত্তা ঠিক রাখা কেবল নিরাপত্তা বাহিনীর দায়িত্ব নয়। এখানে প্রার্থীদেরও ভূমিকা রয়েছে। তাঁরা আচরণবিধি মেনে চলবেন বলে আমরা আশা করি। এতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাটের পাশাপাশি জীবন-জীবিকার জন্য এক কোটি টাকা দেবে সরকার। প্রধান উপদেষ্টার ফান্ড থেকে এ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
২৩ মিনিট আগে
২০২৬ সালের জাতীয় নির্বাচন যেন ভবিষ্যতে নির্বাচনের ক্ষেত্রে একটি আদর্শ তৈরি করে, সে লক্ষ্য নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই বিশাল চ্যালেঞ্জ জয় করে একটি ঐতিহাসিক অর্জন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
৩১ মিনিট আগে
রাষ্ট্রের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তাদের জন্য সরকারি শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।
৩২ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জের আবুল বাশার (৪৫) নামে এক বিএনপি কর্মীর লক্ষীপুর জেলা কারাগারে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে লক্ষীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
১ ঘণ্টা আগে