আসন্ন নির্বাচন ঘিরে জোরদার হচ্ছে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’। সহিংসতা এড়ানো ও সন্ত্রাসী নেটওয়ার্ক দুর্বল করতে সারাদেশে অভিযান চালাবে যৌথ বাহিনী।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন স্ট্রিমকে জানিয়েছেন, বিশেষ এই অভিযানে অনেক দাগি ও পলাতক আসামিকে তারা আইনের আওতায় এনেছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় কমেছে অপরাধের প্রবণতা। নির্বাচন ঘিরে অভিযান চলমান থাকবে এবং নিয়মিত মূল্যায়নের মাধ্যমে জোরদার করা হবে বলে জানান তিনি।
রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলাবিষয়ক কোর কমিটির সভার সিদ্ধান্তে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের অভিযান শুরু করে। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়। এরপরেও এই অভিযান অব্যাহত রয়েছে।
শাহাদাত হোসাইন জানান, এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অধীনে ২১ হাজার ৮৪১ জন গ্রেপ্তার ও ৪৫৩টি অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। এর ফলে নির্বাচন ঘিরে অপরাধ উল্লেখযোগ্য হারে কমে গেছে। অপরাধী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ‘পতিত ফ্যাসিস্ট’ দমন ও ভোটাধিকার সুরক্ষা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সদর দপ্তরের মুখপাত্র শাহাদাত হোসাইন।
জামিনে থাকা ও দাগি আসামিদের নিয়ে উদ্বেগের ব্যাপারে তিনি বলেন, ‘গ্রেপ্তারের বাইরে থাকা দাগি আসামিদের ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। নির্বাচনে যাতে কেউ সহিংসতা বা প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তি ও এলাকার তালিকা করা হয়েছে। প্রয়োজনে প্রতিরোধমূলক ব্যবস্থা, বিশেষ অভিযান ও আইনি পদক্ষেপ নেবে পুলিশ।’
২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের গাজীপুরের বাড়িতে গেলে ১৫-১৬ শিক্ষার্থীকে মারধর করেন আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেন, ওই বাড়িতে ডাকাতির খবর পেয়ে প্রতিহত করতে গেলে তাদের ওপর হামলা করা হয়।
এই ঘটনায় ফুঁসে ওঠে ছাত্র সমাজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গাজীপুরে বিক্ষোভ করে। তাদের আন্দোলনে মুখে গাজীপুর সদর থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়। এরপর ৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় সারাদেশে অপারেশন ডেভিল হান্ট নামের অভিযান চালানো হয়।