leadT1ad

বিমানে উঠেছে হাদির কফিন: ইনকিলাব মঞ্চ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছবি সংগৃহীত

বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে উঠেছে শহীদ শরিফ ওসমান হাদির কফিন। সিঙ্গাপুরের স্থানীয় সময় আজ শুক্রবার বেলা ৩টা ৫০ মিনিটে বিমানটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এই তথ্য নিশ্চিত করেছেন।

জাবের আরও বলেন, ‘হাদি ভাইয়ের কফিন বহনকারী বিমানটি আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।’

এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এক পোস্টে বলা হয়, বাংলাদেশে ওসমান হাদির জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) জোহর নামাজের পর মানিক মিয়া অ্যা‌ভি‌নি‌উয়ে অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিল এলাকায় গণসংযোগ করে ফেরার পথে বেলা ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন হাদি।

গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এ ঘটনায় গত ১৫ ডিসেম্বর পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। এতে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Ad 300x250

সম্পর্কিত