স্ট্রিম প্রতিবেদক

রাজধানী ঢাকার যেকোনো একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা ভাবছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘যেহেতু ঢাকা থেকেই নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত; সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসছি, যাতে ভোটটা অপচয় না হয়। যদিও ভোটার হয়েছি অনেক আগে, কখনো ভোট দিতে পারিনি। আগামী নির্বাচনে যাতে ভোট দিতে পারি, সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোন আসন থেকে করব, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। তবে ঢাকার কোনো একটি আসন থেকে করব।’
কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে নির্বাচন করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্রভাবে নির্বাচন করারই।’
বিএনপি তাঁর জন্য আসন ফাঁকা রেখেছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখল কি রাখল না—সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেব।’
তিনি আরও বলেন, ‘সরকার থেকে পদত্যাগ করার পর ধানমণ্ডি এলাকায় থাকার পরিকল্পনা রয়েছে। কাজেই যেখানে থাকব, সেখানেই ভোটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন করার জন্য কোথায় ভোটার হচ্ছি—সেটাই মূল বিষয়। ভোটার হলেই যথেষ্ট। সেই চিন্তা থেকেই ঢাকায় ভোটার হয়েছি।’
কবে পদত্যাগ করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন করব—এটি নিশ্চিত বলা যায়। অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে। আলোচনা করে সেই বিষয়ে জানাব।’

রাজধানী ঢাকার যেকোনো একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা ভাবছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘যেহেতু ঢাকা থেকেই নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত; সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসছি, যাতে ভোটটা অপচয় না হয়। যদিও ভোটার হয়েছি অনেক আগে, কখনো ভোট দিতে পারিনি। আগামী নির্বাচনে যাতে ভোট দিতে পারি, সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোন আসন থেকে করব, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। তবে ঢাকার কোনো একটি আসন থেকে করব।’
কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে নির্বাচন করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্রভাবে নির্বাচন করারই।’
বিএনপি তাঁর জন্য আসন ফাঁকা রেখেছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখল কি রাখল না—সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেব।’
তিনি আরও বলেন, ‘সরকার থেকে পদত্যাগ করার পর ধানমণ্ডি এলাকায় থাকার পরিকল্পনা রয়েছে। কাজেই যেখানে থাকব, সেখানেই ভোটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন করার জন্য কোথায় ভোটার হচ্ছি—সেটাই মূল বিষয়। ভোটার হলেই যথেষ্ট। সেই চিন্তা থেকেই ঢাকায় ভোটার হয়েছি।’
কবে পদত্যাগ করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন করব—এটি নিশ্চিত বলা যায়। অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে। আলোচনা করে সেই বিষয়ে জানাব।’

খেলাফতে মজলিশের আমির ও ঢাকা–১৩ আসনের রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মামুনুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ‘জাগরণী পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় একটি সামরিক অর্থনৈতিক অঞ্চল (মিলিটারি ইকোনমিক জোন) গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে নির্ধারিত ভারতীয় সরকার-টু-সরকার (জি-টু-জি) অর্থনৈতিক অঞ্চলের পরিবর্তে এই নতুন অঞ্চল স্থাপন করা হবে।
৮ মিনিট আগে
যশোরকে একটি আধুনিক ডিজিটাল সিটি ও টেক সিটি হিসেবে গড়ে তোলার জন্য সরকারের পরিকল্পিত ও ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
৩৫ মিনিট আগে
অমর একুশে বইমেলা ২০২৬ পবিত্র রমজান মাসের পরিবর্তে ঈদুল ফিতরের পর আয়োজন করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
৪২ মিনিট আগে